TRENDING:

BIRBHUM NEWS : দীর্ঘদিন পর মিলেছে স্থায়ী দোকান! খুশি বীরভূমের ব্যবসায়ীরা

Last Updated:

দীর্ঘদিন পর মিলেছে স্থায়ী দোকান! খুশি বীরভূমের ব্যবসায়ীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ী দোকানে ব্যবসা করছিলেন। আশঙ্কা ছিল কখনও হয় তো উঠে যেতেই হবে। কিন্তু সিউড়ির জেলা স্কুলের মাঠ (পুরসভার দায়িত্বে থাকা ডিস্ট্রিক্ট কালেক্টরেটের মাঠ)  নতুন করে সাজিতে  তাঁরা পেয়েছেন স্থায়ী মাথার ছাদ। তাতেই খুশি ব্যবসায়ীরা।
advertisement

মাঠের দাবি ছিল দীর্ঘদিনের। সেই মত মাসখানেক আগে সিউড়ির জেলা স্কুল মাঠটি (পুরসভার দায়িত্বে থাকা ডিস্ট্রিক্ট কালেক্টরেটের মাঠ) সুন্দরভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মাঠটি পুরসভার দায়িত্বে থাকলেও। জেলা পরিষদের পক্ষ থেকে মাঠ সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে ইলেকট্রিক বিল শূন্য! বিনা পয়সায় মিলছে বিদ্যুৎ, বাঁকুড়ার মনোজিৎ মন্ডলের কাহিনি জানলে অবাক হবেন

advertisement

মাঠের চারপাশ ঘেরা হয়েছে রেলিং দিয়ে। পাশাপাশি শিশুদের জন্য বানানো হয়েছে উদ্যান। কিন্তু আগে মাঠের পাশে বেশকিছু অস্থায়ী দোকান ছিল। এছাড়া ওই এলাকায় কোন পার্কিং, শৌচালয় ছিল না। ফলে প্রচুর মানুষকে সমস্যার সম্মুখীন হতে হত। শহরবাসীর থেকে জানা গিয়েছে, ওই এলাকায় সমস্ত গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। ফলে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা লেগেই থাকে৷ কিন্তু পার্কিং এর ব্যবস্থা, শৌচালয় না থাকায় ওই সাধারণ মানুষকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হত।

advertisement

View More

আরও পড়ুন: কোরিয়ার খাবার এখন বাংলার গ্রামে-গ্রামে সুপারহিট! 'টর্নেডো' আপনি খেয়েছেন? কোথায় পাবেন?

নতুন করে মাঠ সৌন্দর্যায়নের পাশাপাশি ওই এলাকায় শৌচালয়, পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। যা ওই এলাকার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়েছে। তবে সব থেকে খুশি হয়েছেন এলাকার ব্যবসায়ীরা। কারণ মাঠের পাশে থাকা খাবারের দোকানিরা পেয়েছেন স্থায়ী ব্যবসার স্থান। তাতেই তাঁদের মুখে হাসি ফুটেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভদীপ সাহা

বাংলা খবর/ খবর/বীরভূম/
BIRBHUM NEWS : দীর্ঘদিন পর মিলেছে স্থায়ী দোকান! খুশি বীরভূমের ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল