South 24 Parganas News: কোরিয়ার খাবার এখন বাংলার গ্রামে-গ্রামে সুপারহিট! 'টর্নেডো' আপনি খেয়েছেন? কোথায় পাবেন?

Last Updated:

South 24 Parganas News: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড টর্নেডো পটেটো মিলছে বাংলায়। অবশ্যই চেখে দেখুন।

+
গ্রামে-গ্রামে

গ্রামে-গ্রামে সুপারহিট 'টর্নেডো'

ডায়মন্ডহারবার: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড টর্নেডো পটাটো মিলছে বাংলায়। আর তার স্বাদ গ্রহণ করতে একটিবারের জন্য হলেও দোকানের সামনে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। এমন চিত্র চোখে পড়ছে বাংলার বিভিন্ন মেলায়।
আসলে এই জনপ্রিয় খাবারের সঙ্গে বাঙালি খুব পরিচিত না হলেও, বাঙালির সঙ্গে আলুর যোগ নিবিড়। আলুকে বিভিন্ন উপায়ে রান্না করতে ভালবাসে বাঙালি। আর সেই আলু দিয়েই তৈরি হচ্ছে এই টর্নেডো পটাটো।
একটি স্টিকের মধ্যে আলু স্পাইরাল রিং হিসাবে পাতলা করে দিয়ে ভাজা হয়। সেটি বাজারচলতি চিপসের মতো দেখতে হয় অনেকটা। এরপর সুস্বাদু করতে তাতে মেশানো হয় জুস, দই-সহ আরও অন্যান্য সামগ্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে, জানুন IRCTC-র নতুন নিয়ম
এক টর্নেডো পটাটো বিক্রেতা শঙ্কর গায়েন জানান, এই আইটেমটি নতুন হওয়ায় অনেকেই কিনতে চাইছেন না। তবে একবার খেলে ভাল লাগছে সবার। এটি তৈরির প্রশিক্ষণও হাতেকলমে কোথাও পাওয়া যাচ্ছে না‌‌। ইন্টারনেট দেখে শিখতে হচ্ছে। এরপর প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে তৈরি করতে হচ্ছে সেগুলিকে‌। দাম থাকছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। শহর ও শহরতলির দিকে জনপ্রিয় হয়ে উঠছে এই টর্নেডো পটাটো।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/ফুড/
South 24 Parganas News: কোরিয়ার খাবার এখন বাংলার গ্রামে-গ্রামে সুপারহিট! 'টর্নেডো' আপনি খেয়েছেন? কোথায় পাবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement