TRENDING:

Birbhum News: টানা সাত দিন বীরভূমে নিয়ন্ত্রণ করা হবে টোটো থেকে ভারী যানবাহন

Last Updated:

আগামীকাল মহাসপ্তমী। তার আগেই শনিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে বীরভূমের পৌরসভা এলাকাগুলিতে শুরু হল যান নিয়ন্ত্রণ। সিউড়ি পৌরসভা সহ বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া প্রতিটি পৌরসভায় নির্দিষ্ট সময় দুর্গাপুজোর সময় বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : আগামীকাল মহাসপ্তমী। তার আগেই শনিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে বীরভূমের পৌরসভা এলাকাগুলিতে শুরু হল যান নিয়ন্ত্রণ। সিউড়ি পৌরসভা সহ বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া প্রতিটি পৌরসভায় নির্দিষ্ট সময় দুর্গাপুজোর সময় বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল। কেবলমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনগুলিকে প্রবেশ করার অধিকার দেওয়া হবে। দূর্গা পূজার সময় যাতে মণ্ডপে মন্ডপে যানজট তৈরি না হয় তার জন্য বীরভূম জেলা প্রশাসন এবং পৌরসভাগুলি এমন পদক্ষেপ নিয়েছে।
advertisement

এর জন্য প্রতিটি পৌরসভা এলাকায় ঢোকার ঠিক মুখে যে সকল মোড়গুলি রয়েছে সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ফটক। সকাল দিকে এই ফটক সবার জন্য খোলা থাকলেও ঠিক বিকাল চারটে বাজলেই তা বন্ধ হয়ে যাবে। রাত্রি ১১টা পর্যন্ত পুরোপুরি ভাবে বন্ধ থাকবে টোটো, চারচাকা এবং অন্যান্য ভারী যানবাহন। কেবলমাত্র অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে এমন যানবাহনদের ওই সময় প্রবেশ করার অনুমতি দেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ ৫৫ লক্ষ টাকা ব্যয়ে সিউড়িতে বসানো হচ্ছে নতুন স্ট্রিট লাইট

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। মূলত বীরভূমের প্রতিটি শহর ঘিঞ্জি শহর। এই সকল শহরগুলিতে এমনিতেই বছরের বিভিন্ন সময় যানজট সমস্যা দেখা যায়। সেই অবস্থায় যদি পুজোয় ঠাকুর দেখার সময় টোটো এবং অন্যান্য যানবাহন প্রবেশ করতে শুরু করে তাহলে সাধারণ দর্শনার্থীরা কোনভাবেই পূজা মন্ডপগুলি ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারবেন না। এ সকল অসুবিধার কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: টানা সাত দিন বীরভূমে নিয়ন্ত্রণ করা হবে টোটো থেকে ভারী যানবাহন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল