সোমবার বোলপুর ব্লকের বিডিও এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা মনোহরপুর এলাকায় থাকা কোপাই নদী তীরবর্তী জায়গা পরিদর্শন করেন। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকা পরিদর্শনে আসেন তারা। এবং দাবি করেন, এখানকার পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে সম্প্রতি মাটি কাটার মতো কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুনঃ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প চালু আদিবাসী এলাকায়
advertisement
অন্যদিকে এই এলাকায় মাটি কাটার ঘটনা না ঘটলেও অপর একটি প্রান্তে গত রবিবার পর্যন্ত মাটি কাটার অভিযোগ রয়েছে। সেই এলাকা প্রসঙ্গে বোলপুর ব্লকের প্রশাসনিক কর্তারা জানান, যে প্রান্তে মাটি কাটা হয়েছে সেটি তাদের এলাকায় পড়ছে না। ওই এলাকাটি পড়ে ইলামবাজার ব্লকের আওতায়।
আরও পড়ুনঃ ইউটিউব দেখে প্রস্তুতি, কুস্তিতে রাজ্যস্তরের পদক জয় দুই যুবকের
তবে সে যাই হোক শান্তিনিকেতনের আবাসিকরা বারবার চাইছেন, এই কোপাই নদী বাঁচিয়ে রাখতে সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ প্রত্যেককেই এগিয়ে আসতে হবে।
Madhab Das