এলাকাবাসীরা জানান, ওই দিন হঠাৎ বিস্ফোরণে বিকট শব্দ ওঠে। তার পরেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন এই কাণ্ড। ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছায় এবং পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সফিকের বাড়ির চিলেকোঠায় বোমা মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ হয়। কিন্তু ঘটনার পর থেকেই চম্পট দেয় সফিক ও তাঁর পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুন: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
ঘটনার তদন্তে নেমে পুলিশ সফিকের সন্ধান করতে করে। সেই তদন্তে করতে গিয়েই মরিলাল সেখকে পুলিশ প্রথমে আটক করে৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মরিলাল সফিকের দাদা। তবে এখনও মূল অভিযুক্ত সফিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:17 PM IST