East Burdwan Kalbaisakhi: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
East Burdwan Kalbaisakhi: প্রবল ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কালুই-সহ বেশ কিছু গ্রাম। এদিন ঝড়ের কবলে পড়ে এই গ্রামে উড়ে যায় বেশ কিছু ঘরের ছাউনি। ধসে পড়ে মাটির দেওয়াল।
পূর্ব বর্ধমান: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড় মোকার প্রভাব সেই অর্থে না পড়লেও, মোকা পরবর্তী কালে বারবার কালবৈশাখীর কবলে পড়েছে দক্ষিণের জেলাগুলি। যার জেরে একদিকে যেমন হয়েছে স্বস্তির বৃষ্টি, অপর দিকে ঠিক তেমনিই ঝড়। শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। এদিন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বর ব্লকের অন্তর্গত শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা।
এই প্রসঙ্গে স্থানীয়রা বলেছেন, প্রবল ঝড় জলের কারণে ব্যাপক ভাবে এই ক্ষতি আমাদের হয়েছে। এর আগেও একবার আমাদের এরকম ক্ষতি হয়েছিল, তাও আমরা ক্ষতিপূরণ পাইনি। বড় বড় গাছ পড়ে গিয়েছে, ঘরের ছাউনি উড়ে গিয়েছে, আমরা চাই, সরকার থেকে আমাদের সাহায্য করা হয়।
advertisement
advertisement
প্রবল ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কালুই-সহ বেশ কিছু গ্রাম। এদিন ঝড়ের কবলে পড়ে এই গ্রামে উড়ে যায় বেশ কিছু ঘরের ছাউনি। ধসে পড়ে মাটির দেওয়াল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। গ্রামবাসীদের বর্ণনা অনুযায়ী, কোনওক্রমে প্রাণে রক্ষা পান তাঁরা।
বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝড়ের কারণে রাস্তায় প্রচুর পরিমাণে গাছও উল্টে যায়। স্থানীয় মানুষজন রাত থেকেই সেই সব গাছ কাটার কাজে লেগে পড়েন। সব মিলিয়ে ঝড় জলের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামবাসীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan Kalbaisakhi: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর