Junior NTR Fans arrested: ছাগল হত্যা করে রক্ত নিয়ে এ কী কাণ্ড! ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআর-এর নয় ভক্ত আটক

Last Updated:

Junior NTR Fans arrested: গত ২০ মে শিবা নাগা রাজু এবং তাঁর বন্ধুরা দু’টি প্রেক্ষাগৃহে ভিড় জমান এনটিআর-এর জন্মদিন উপলক্ষে। এবং সেখানেই ছাগলের বলি দিয়ে রক্ত ছিটিয়ে দেন নায়কের ব্যানারে।

জুনিয়র এনটিআর
জুনিয়র এনটিআর
রবার্টসোনপেট: গ্রেফতার হলেন অভিনেতা জুনিয়র এনটিআর-এর ন’জন ভক্ত। ভয়ঙ্কর  অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ছাগল বলি দেওয়ার জন্য কর্ণাটকের রবার্টসোনপেট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। এই ঘটনাটি ঘটেছে হত শনিবার এনটিআর-এর জন্মদিন উপলক্ষে।
সংবাদমাধ্যমের খবর, কয়েক জন ভক্তের বিরুদ্ধে অভিযোগ, তেলুগু সুপারস্টারের ৪০তম জন্মদিন উপলক্ষে তাঁরা দু’টি ছাগলকে হত্যা করেছেন। তার পর ছাগলের রক্ত ছিটিয়ে দিয়েছেন ‘আরআরআর’-এর নায়কের ব্যানারের উপর। ঘটনাটি ঘটেছে একটি প্রেক্ষাগৃহের বাইরে।
advertisement
advertisement
যে পি শিবা নাগা রাজু, কে সাই, জি সাই, ডি নাগা ভূষণম, ভি সাই, পি নাগেশ্বর রাও, ওয়াই ধরণী, পি শিবা, বি অনিল কুমারকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ মে শিবা নাগা রাজু এবং তাঁর বন্ধুরা দু’টি প্রেক্ষাগৃহে ভিড় জমান এনটিআর-এর জন্মদিন উপলক্ষে। এবং সেখানেই ছাগলের বলি দিয়ে রক্ত ছিটিয়ে দেন নায়কের ব্যানারে। যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং সেই প্রাণীর দেহ নিয়ে সেখান থেকে পালিয়ে যান সেই ভক্তরা।
advertisement
advertisement
সেদিনই আরও একটি ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের অপ্সরা থিয়েটার সিনেমা হলের ভিতরেই আগুন লাগে। দু’টি সারি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, এনটিআর-এর ভক্তরা তার আগে সেই হলে বাজি ফাটাচ্ছিলেন। তার পরই আগুন লাগে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Junior NTR Fans arrested: ছাগল হত্যা করে রক্ত নিয়ে এ কী কাণ্ড! ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআর-এর নয় ভক্ত আটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement