Fire Breaks Out In Cinema Hall: সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভয়াবহ আগুন! ভস্মীভূত দু’টি সারি, ভিতরে আটকে দর্শক!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
অপ্সরা থিয়েটার সিনেমা হলের ভিতরেই আগুন লাগে। দু’টি সারি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এনটিআর-এর ভক্তদের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়।
সিমহাদরি: অন্ধ্রপ্রদেশের শহর বিজয়ওয়াদার এক প্রেক্ষাগৃহে ভয়ানক আগুন! ছবি চলাকালীনই এমন দুর্ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জুনিয়র এনটিআর-এর ছবি ‘সিমহাদরি’ চলছিল সেই প্রেক্ষাগৃহে। অভিনেতার জন্মদিনে ফের মুক্তি পায় এই ছবি। আর তাই ভক্তেরা হইহই করে ছবি দেখতে ছুটেছিলেন সিনেমা হলে। সেখানেই রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা।
#JrNTR fans burnt crackers in Apsara theatre in #Vijayawada on Saturday as part of celebrating his birthday during his movie #SIMHADRI. Due to fire crackers seats in d theatre were burnt. @tarak9999 @JrNTR_ @APPOLICE100 @JrNTRDevotees pic.twitter.com/wphN7Lh4Zo
— R V K Rao_TNIE (@RVKRao2) May 20, 2023
advertisement
advertisement
অপ্সরা থিয়েটার সিনেমা হলের ভিতরেই আগুন লাগে। দু’টি সারি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এনটিআর-এর ভক্তদের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়। যদিও এর মাঝেই ভক্তদের একদল ব্যালকনিতে দাঁড়িয়ে অগ্নিকাণ্ড দেখছিলেন। জানা গিয়েছে, ভক্তদের মধ্যে কেউ কেউ হলের ভিতরে বাজি ফাটাচ্ছিলেন। তার পরেই আগুন ধরে যায় প্রেক্ষাগৃহে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, হল কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশকর্মীরা মানুষের সাহায্যে ব্যস্ত রয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তুমুল নিন্দা করেন ভক্তদের। তাঁদের আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। ভক্তদের অতি উৎসাহ এবং অসাবধানতাকে সমালোচনা করা হয়।
advertisement
‘সিমহাদরি’ ছবিটিও পরিচালক এসএস রাজামৌলীর। জুনিয়র এনটিআর অভিনয় করেছিলেন এখানে। অভিনেতার জন্মদিনে ছবিটি ফের মুক্তি পেতেই দলে দলে ভক্তের ভিড় হয় সিনেমা হলে। সকলে মিলে তাঁর জন্মদিন পালনে ব্যস্ত হয়ে পড়েন বলেই এমন কাণ্ড!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 3:04 PM IST

