এমন কি বয়স বাড়ার কারণে কৃষ্ণা দেবী তার ব্যাগের মধ্যেই এটিএম পিন লিখে রেখেছিলেন। ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার পর পর পরিতোষ মন্ডল দেখতে পান ব্যাগের মধ্যে এটিএম কার্ড থাকার পাশাপাশি রয়েছে তার পিন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি কৃষ্ণা দেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে এটিএম থেকে ৪০ হাজার টাকা তুলে নেন।
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপের পথে সিউড়ি পৌরসভা
কৃষ্ণাদেবী এই ঘটনার কথা জানতে পেরে গতকাল অর্থাৎ শুক্রবার শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশদের সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত পরিতোষ মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হন।
আরও পড়ুনঃ ভুবনের সঙ্গে আলু পোস্ত বৌদি রিম্পির 'চু কিত কিত', ভিডিও রিলিজ হতেই তোলপাড়...
পরিতোষ মন্ডলকে গ্রেফতার করার পাশাপাশি কৃষ্ণাদেবীর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং যে টাকা তার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল সেই টাকাও উদ্ধার করতে সক্ষম হয়।
Madhab Das