ওই দম্পতির প্রতিবেশী সাহিদা বিবি জানিয়েছেন, গতকাল থেকেই ওই দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। সেই ঝামেলা গড়ায় প্রশাসন পর্যন্ত। পরে প্রশাসন এসে তাদের বুঝিয়ে যায়। আমরা প্রতিবেশীরাও তাকে বোঝায়। রাতে সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও শুক্রবার সকাল বেলা ফের তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই সময় স্বামী নাসু শেখ রাগের বশে কুয়োয় ঝাঁপ দিয়ে দেন।
advertisement
আরও পড়ুনঃ বক্রেশ্বরে তৈরি হল দীর্ঘ কজওয়ে
নাসু শেখ (৩৭) (আব্দুস সালাম) পেশায় একজন গাড়ি মিস্ত্রি। তিনি কুয়োয় ঝাঁপ দেওয়ার পরেই এলাকায় শুরু হয় চিৎকার চেঁচামেচি। কুয়োটি খুব সরু হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা সাহস পাননি তাকে উদ্ধার করার। এমত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহম্মদ বাজার থানার পুলিশ কর্মীরা। তারা এসে দড়ি দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজে নামেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে কুয়ো থেকে তুলে আনা সম্ভব হয়।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবি পূরণে কলসি, বালতি নিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের
তবে কুয়োতে বেশি জল না থাকার কারণে ওই ব্যক্তির কিছু হয়নি। তার আত্মহত্যার চেষ্টা বিফলে যায়। তবে মহম্মদ বাজার থানার পুলিশ এইভাবে তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের প্রশংসা করেছেন বাসিন্দারা।
Madhab Das