TRENDING:

Birbhum news: এ কেমন নৃশংসতা! বীরভূমে মহিলার বাড়িতে বাঁশ-শাবল নিয়ে চড়াও, ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

 পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম৷ অগ্নি সংযোগ করা হয় এক মহিলার বাড়িতে, গুরুত্বর জখম ৫ জন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম৷ অগ্নি সংযোগ করা হয় এক মহিলার বাড়িতে, গুরুত্বর জখম ৫ জন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে৷ খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে৷
advertisement

ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের ফকিরপাড়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘ দিন ধরে৷

এদিন, সকাল থেকে নাজিরা বিবির দুই সন্তান কাবিবুল শা ও সানিয়া খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। জাসমিন বিবির পরিবার অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে৷  আর সেখান থেকেই শুরু হয় বচসা। বচসা আকার নেই দুপক্ষের সংঘর্ষে৷ জানা গিয়েছে এরপরেই নাজিরা বিবির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ একই সঙ্গে বাঁশ-শাবল নিয়ে নাজিরা বিবির বাড়িতে চড়াও হয় জেসমিন বিবির পরিবারের লোকজন৷ মাথায় আঘাত লেগে গুরুত্বর জখম হন সমীর শা, জাহানারা খাতুন, অজিফা বিবি, মহিলারা-সহ ৫ জন৷  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

advertisement

আরও পড়ুন: গ্রামের তিনটি মন্দিরে একসঙ্গে চুরি, খোয়া গেল বিগ্রহের যাবতীয় অলঙ্কার

আরও পড়ুন: লেবুবিক্রেতা বাবার মৃত্যুতে অথৈ জলে, সংসার চালাতে চায়ের দোকান কলেজছাত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বোলপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে। গ্রামে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েকটি সাইকেল-বাইক আটক করেছে পুলিশ৷ কান্নায় ভেঙে পড়ে বাড়ির মালিক নজিরা বিবি বলেন, "আমার বাচ্চাকে অপহরণ করেছিল। আমি এটা বলায় শাবল বাঁশ দিয়ে মারে। আমার দাদার অবস্থা খারাপ৷ তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।"

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: এ কেমন নৃশংসতা! বীরভূমে মহিলার বাড়িতে বাঁশ-শাবল নিয়ে চড়াও, ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল