হোম /খবর /বীরভূম /
একই রাতে গ্রামের তিনটি মন্দিরে হানা চোরের, সকালে ঘুম ভেঙে হাঁ গ্রামবাসীরা!

Birbhum News: গ্রামের তিনটি মন্দিরে একসঙ্গে চুরি, খোয়া গেল বিগ্রহের যাবতীয় অলঙ্কার

X
title=

বীরভূমের ভুরকুনা গ্রামের তিনটি মন্দিরে একসঙ্গে চুরি, খোয়া গেল বিগ্রহের যাবতীয় অলঙ্কার

  • Share this:

বীরভূম: পরপর তিনটি মন্দিরে চুরি। নারায়ণ, মনসা ও লক্ষ্মী-জনার্দন মন্দিরে পরপর চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সদাইপুর থানার ভুরকুনা গ্রামে। রবিবার গভীর রাতে এই মন্দিরগুলির তালা ভেঙে চুরি হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ভুরকুনা গ্রামের এই তিনটি মন্দিরে থাকা বিগ্রহের গহনা চুরি করে চোর বা চোরের দল। চুরি হওয়া সোনা ও রুপোর গহনার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকারও বেশি। সোমবার সকালে মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েতরা পুজো করতে এসে প্রথম এই চুরির ঘটনা খেয়াল করেন। তাঁরা মন্দিরের ভিতরে ঢুকে দেখেন বিগ্রহের গায়ে কোন‌ও অলঙ্কার নেই। মন্দিরের ভেতরে থাকা শিলামূর্তিগুলি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরাই পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সুন্দরবনের কুমিরমারি ফেরিঘাট

খবর পেয়ে ছুটে আসে সদাইপুর থানার পুলিশ। পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামে রাত পাহারা শুরু হবে বলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের তিনটি মন্দিরেই যেভাবে এক‌ই রাতে চুরি হয়েছে তাতে একটি ঘটনার সঙ্গে অন্যটির সম্পর্ক থাকার সম্ভাবনা আছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Birbhum news, Police, Temple, Theft