North 24 Parganas News: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সুন্দরবনের কুমিরমারি ফেরিঘাট

Last Updated:

বেহাল অবস্থা সুন্দরবনের কুমিরমারি ফেরিঘাটের। ফলে রোজ‌ই সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা

+
title=

উত্তর ২৪ পরগনা: নদী আছে, ফেরিঘাটও আছে। কিন্তু সেই ফেরিঘাটে পৌঁছবার যো নেই! দীর্ঘদিন ধরে এমনই অবস্থা সুন্দরবনের কুমিরমারি ফেরিঘাটের। দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে আছে এই ফেরিঘাটটি। বর্তমানে সেটি নদীর করাল গ্রাসে। জলোচ্ছ্বাসের কারণে ফেরিঘাটটি নদীর পাড় থেকে দূরে সড়ে গেছে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি দুই বিধানসভার সংযোগস্থল অবস্থিত ডাঁসা নদী। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের এপারে কুমিরমারি, ওপারে সন্দেশখালির সেহারা। এই দুই জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে ডাঁসা নদী। প্রত্যেকদিন এই পথ দিয়ে অসংখ্য যাত্রী যাতায়াত করেন। নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার একমাত্র সহজ পথ হল ফেরিঘাট। কিন্তু প্রশাসনিক অবহেলায় ফেরিঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। স্থানীয় ও নিত্য যাত্রীদের অভিযোগ, এখানে পারাপার হতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। অগত্যা নদী পাড়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে নদী পারাপারের অস্থায়ী বিকল্প ব্যবস্থা। কিন্তু তা বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের সমস্যার কারণে রোগী পারাপারে অসুবিধা হয়। তেমনই বাইক বা সাইকেল নিয়ে পার হতে গেলে অসুবিধায় পড়তে হয়।
advertisement
advertisement
এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে কখনো কখনো নদীতে পড়ে প্রাণহানী ঘটার আশঙ্কা থেকে যায়। আর এই সমস্যা যেন তাদের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, প্রশাসনের কাজের গাফিলতিকে আর কতদিন পাথেয় করে চলতে হবে? কবে ভাঙবে ব্লক প্রশাসনের এই ঘুম ,সেটাই এখন দেখার বিষয়।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সুন্দরবনের কুমিরমারি ফেরিঘাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement