TRENDING:

Birbhum News: পথশ্রীতে ৩০২ টি রাস্তা তৈরি হবে বীরভূমে, কেন্দ্রীয় প্রকল্পে কাজ হারানো শ্রমিকদের কর্মসংস্থান হবে

Last Updated:

পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ এবং পুরোনো রাস্তা সংস্কার মিলিয়ে বীরভূমে মোট ৩০২ টি রাস্তার কাজ হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩৩ কোটি টাকা। জেলায় যাঁদের জব কার্ড আছে তাঁরা সকলেই এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলায় ৩০২ টি রাস্তার কাজ হবে। মঙ্গলবার সেই প্রকল্পের‌ই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি জেলার এই রাস্তা তৈরি প্রকল্পের উদ্বোধন করেন। এদিকে উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় সিউড়ি-১ ব্লকের তসরকাটায় একটি বেসরকারি পলিটেকনিক কলেজের কাছে। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের একাধিক কর্তা উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন: পোর্টেবল দেহ সংরক্ষণ ব্যবস্থা চালু হল মেদিনীপুরে

advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ এবং পুরোনো রাস্তা সংস্কার মিলিয়ে বীরভূমে মোট ৩০২ টি রাস্তার কাজ হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩৩ কোটি টাকা। জেলায় যাঁদের জব কার্ড আছে তাঁরা সকলেই এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন। ফলে ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ থাকলেও এই পথে তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে দাবি প্রশাসনের।

advertisement

View More

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রাম বাংলায় নতুন সড়ক নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্পের কথা রাজ্য বাজেটে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল। এরপরই পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলায় নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারে সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পথশ্রীতে ৩০২ টি রাস্তা তৈরি হবে বীরভূমে, কেন্দ্রীয় প্রকল্পে কাজ হারানো শ্রমিকদের কর্মসংস্থান হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল