West Medinipur News: পোর্টেবল দেহ সংরক্ষণ ব্যবস্থা চালু হল মেদিনীপুরে

Last Updated:

দেহ সংরক্ষণের এই ফ্রিজারটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। চারিদিক কাঁচ দিয়ে ঘেরা। ফলে বাইরে থেকে মৃত প্রিয়জনকে ভালোভাবেই দেখা যাবে।

+
title=

পশ্চিম মেদিনীপুর: দেহ সংরক্ষণের ফ্রিজার না থাকায় কেউ মারা গেলে খুবই অসুবিধা হচ্ছিল। বিশেষ করে যাদের পরিজনরা বাইরে থাকেন তাঁরা প্রয়াত হলে অনেক সময়ই দেহ সংরক্ষণের প্রয়োজন পড়ে। মেদিনীপুর শহর ও আশেপাশের এলাকার বহু মানুষ বর্তমানে ভিন রাজ্যে এমন কী বিদেশেও কর্মরত। তাঁদের পরিবারের কোনও বয়স্ক সদস্য মারা গেলে এতদিন ছেলে-মেয়ে বাইরে থেকে ফেরার আগেই সৎকার করে ফেলতে হচ্ছিল। তবে এবার আর সেই সমস্যা নেই, প্রিয়জনকে শেষবারের মত সামনাসামনি দেখার সুযোগ পাবেন মেদিনীপুর শহর ও আশেপাশের এলাকার মানুষ। এলাকার মানুষের কথা ভেবে মেদিনীপুর পুরসভা দেহ সংরক্ষণের ফ্রিজারের উদ্বোধন করল মঙ্গলবার।
মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান দেহ সংরক্ষণের এই ফ্রিজারের উদ্বোধন করেন। মেদিনীপুর পদ্মাবতী শ্মশানের বিদ্যুৎ চুল্লির অফিস রুমে রাখা হয়েছে এই ফ্রিজারটি। কেউ চাইলে এখান থেকে নিয়ে বাড়িতেই মৃতদেহ বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন।
advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দেহ সংরক্ষণের এই ফ্রিজারটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। চারিদিক কাঁচ দিয়ে ঘেরা। ফলে বাইরে থেকে মৃত প্রিয়জনকে ভালোভাবেই দেখা যাবে। মৃতদেহ সংরক্ষণে এই পোর্টেবল ব্যবস্থা চালুর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি মেদিনীপুরের পুরপ্রধানের।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পোর্টেবল দেহ সংরক্ষণ ব্যবস্থা চালু হল মেদিনীপুরে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement