West Medinipur News: মেদিনীপুর শহরের কাছে হাতির হানা, তুলকালাম কাণ্ড গোপগড় ইকোপার্কে

Last Updated:

মেদিনীপুর শহরের কাছেই অবস্থিত গোপগড় ইকোপার্ক। এখানে আশেপাশের এলাকার বহু মানুষ ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে সেখানেই হঠাৎ ঢুকে পড়ে একটি দলছুট হাতি।

+
title=

পশ্চিম মেদিনীপুর: চলতি বছর পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ত্রাস ছড়িয়েছে হাতি। মাঝেমধ্যেই হাতির হানায় মানুষের মৃত্যুর খবর আসছে। গত সপ্তাহে ঝাড়গ্রামেই হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে চারজনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেদিনীপুর শহর লাগোয়া গোপগড় ইকোপার্কে ঢুকে পড়ল এক দলছুট দাঁতাল।
পশ্চিম মেদিনীপুরের সদর শহরের কাছেই অবস্থিত গোপগড় ইকোপার্ক। এখানে আশেপাশের এলাকার বহু মানুষ ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে সেখানেই হঠাৎ ঢুকে পড়ে একটি দলছুট হাতি। খবর পেয়েই ছুটে আসেন বনকর্মীরা। হাতিটিকে দ্রুত বাগে আনার তাঁরা অনেক চেষ্টা করেন। কিন্তু সারা সকালটা বনকর্মীদের কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরায় দাঁতালটি। তাকে কাবু করতে গিয়ে আহত হন এক বনকর্তা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আন্দাজ করে ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়।
advertisement
advertisement
ঘুম পাড়ানি গুলির জেরে অচেতন হয়ে পড়া হাতিটিকে ক্রেনের সাহায্যে ট্রাকে তুলে গোপগড় ইকোপার্ক থেকে বেরিয়ে যান বড়কর্মীরা। জানা গিয়েছে হাতিটিকে সুস্থ করে কোন‌ও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ঘন ঘন জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি চলে আসার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সাধারণ মানুষ তবে বনকর্তারা বলছেন জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার ফলে হাতির লোকালয়ে চলে আসার প্রবণতা বেড়েছে পাশাপাশি জঙ্গল এর গাছপালা কেটে ফেলার ফলে হাতির খাবারের অভাব ঘটছে। তাই লোকালয়ে এসে তারা খাবার সংগ্রহের চেষ্টা করছে। তবে বনকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ এড়াতে তাঁরা সর্বদা সক্রিয় আছেন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মেদিনীপুর শহরের কাছে হাতির হানা, তুলকালাম কাণ্ড গোপগড় ইকোপার্কে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement