TRENDING:

Birbhum News : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শ্রমিকের, দেহ তুলতে গিয়ে বিপত্তি পুলিশের, তারপর যা করল গ্রামবাসীরা...

Last Updated:

Birbhum News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুৎ তার ঠিকে যাওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ২ শ্রমিক । ঘটনা বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙুনি ও সানুচ গ্রামের মাঝের মাঠে । পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে। জানা গিয়েছে, ওই দুই শ্রমিকের বাড়ি হরিয়ানা । তারা যন্ত্রচালিত ধান কাটার মেশিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুত তার ঠিকে মৃত ২
ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুত তার ঠিকে মৃত ২
advertisement

গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই গ্রামের মাঠের কাছে ইলেকট্রিক তার ঝুলে ছিল, এর আগেই অনেকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছিল তার গুলি টান করা জন্য , কিন্তু কোনও সুরাহা হয়নি । গ্রামে পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে । পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ দেহ তুলে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । ওই গ্রামের বাসিন্দা শেখ শাহাজান বলেন , ‘ধান কাটার জন্য ধান কাটার মেশিন নিয়ে দুই শ্রমিক যাচ্ছিলেন , সেই সময় রাস্তায় বিদ্যুতের তার নীচে ঝুলে ছিল আর গাড়ির ওপরেই ছিল দুজন । তখনই ১১ হাজারের বিদ্যুতের তার কোনওভাবে তাদের গায়ে লেগে যায় । তখনই একজন গাড়ির ওপর থেকে নীচে মাটিতে পড়ে মারা যায় আর একজন তার লেগে গাড়ির ওপরেই মারা যায় । এর আগে আমরা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছিলাম তারের উচ্চতা বাড়ানোর জন্য কিন্তু কোনও প্রতিকার হয়নি ।’ গ্রামবাসী রাজিবুল হক জানান ,  ‘ধান কাটার মেশিন নিয়ে আসার সময় ঘটে এই ঘটনা । গাড়ির ওপরে দুজন শ্রমিক ছিল যারা বাইরে থেকে এসেছিল ।

advertisement

আরও পড়ুনপ্রকাশ্য লোকালয়ে ওটা কী! দেখতে উপচে পড়ল মানুষের ভিড়, তারপর যা হল…

আরও পড়ুন-বেবি বাম্প নিয়ে ব়্যাম্প শো মাতালেন হবু মায়েরা, মাতৃ দিবসে অভিনবত্বের ছোঁয়া দুর্গাপুরে

View More

সেই সময় ১১ হাজারের বিদ্যুতের তার নীচে ঝুলে থাকায় একজন বাঁশ দিয়ে সেই তার ধরে ছিল । কিন্ত কোনওভাবে সেই তার বাঁশ ছেড়ে ওই ব্যক্তির গায়ে লেগে যায় এবং ঐ ব্যক্তিকে ছাড়াতে গিয়ে আর একজনেরও গায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় দুজনের । এই ঘটনার সম্পূর্ণ দায় বিদ্যুৎ বিভাগের। এর আগেও আমরা অনেক বার বিদ্যুৎ বিভাগকে জানিয়েছিলাম , এমনকি ফোনে ভিডিও করেও পাঠিয়েছিলাম কিন্ত কোনও সুরাহা হয়নি । ‘

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Supratim Das 

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শ্রমিকের, দেহ তুলতে গিয়ে বিপত্তি পুলিশের, তারপর যা করল গ্রামবাসীরা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল