West Burdwan News: West Burdwan News: বেবি বাম্প নিয়ে ব়্যাম্প শো মাতালেন হবু মায়েরা, মাতৃ দিবসে অভিনবত্বের ছোঁয়া দুর্গাপুরে

Last Updated:

West Burdwan News: ব়্যাম্প শোয়ে হাটলেন হবু মহিলারা। দুর্গাপুরের বেসরকারি একটি হোটেলে আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই ব়্যাম্প শোয়ের।

+
দুর্গাপুরে

দুর্গাপুরে আয়োজিত র‌্যাম্প শো।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পৃথিবীর সব সম্পর্কের থেকে মাতৃত্বের বয়স দশ মাস বেশি। মাতৃত্বের অনুভূতি একেবারেই অন্যরকম। আন্তর্জাতিক মাতৃ দিবসের তাই দুর্গাপুরে অভিনব প্রয়াস। র‌্যাম্প শোয়ে হাটলেন হবু মহিলারা। দুর্গাপুরের বেসরকারি একটি হোটেলে আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই র‌্যাম্প শোয়ের।যেখানে প্রায় ৫০ জন হবু মা অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা তাদের প্রথম মাতৃত্বের অনুভূতি ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার পালন করা হয় আন্তর্জাতিক মাতৃ দিবস। হালফিলের সোশ্যাল মিডিয়ার যুগে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাতৃ দিবস পালন করেন অনেকেই। আবার মাতৃ দিবস পালনের বিরোধিতা করে অনেকে বলেন, তাদের কাছে প্রত্যেকটি দিনই মাদারস ডে। কিন্তু তার মধ্যেও রয়েছে কিছু সেলিব্রেশন আর সেই সেলিব্রেশনের অংশ ছিল দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে আয়োজিত র‌্যাম্প শো। যেখানে শহরের বিভিন্ন অন্তঃসত্ত্বা মহিলারা অংশগ্রহণ করেছিলেন।
advertisement
advertisement
এই অনুষ্ঠানে হবু মায়েরা ছাড়াও বেশ কিছু চিকিৎসকরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে হবু মায়েদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এই সময় তাদের কী রকম জীবন যাপন করা উচিত, কী খাবার খাওয়া উচিত ইত্যাদি বিষয়গুলির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে তাদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়াও এই বিষয়ে উদ্যোক্তারা বলছেন, প্রথমবার মা হওয়ার স্বাদ একেবারে অন্যরকম। সেই স্বাদ আরও একটু উপভোগ্য করে তুলতে এই বিশেষ আয়োজন। যেখানে মা হতে চলা মহিলারা নিজেদের অনুভূতি প্রকাশ করার সুযোগ পেয়েছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: West Burdwan News: বেবি বাম্প নিয়ে ব়্যাম্প শো মাতালেন হবু মায়েরা, মাতৃ দিবসে অভিনবত্বের ছোঁয়া দুর্গাপুরে
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement