North 24 Pargana News: দেগঙ্গায় অটো ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত ৭
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
North 24 Pargana News: দেগঙ্গায় অটো ও টোটোর সংঘর্ষে আহত ৭ জন
জিয়াউল আলম, দেগঙ্গা: অটো ও টোটোর সংঘর্ষে আহত ৭ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা হওয়ায় বারাসত মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অটো দ্রুত গতিতে যাত্রী নিয়ে হাড়োয়ার দিকে যাচ্ছিল গোসাইপুর এলাকা থেকে। তখন পিছন দিক থেকে একটি দ্রুত গতিতে যাত্রীবাহী টোটো পিছনে ধাক্কা মারে। টোটো ধাক্কা মারার ফলে অটো এবং টোটো দুটোই রাস্তার উপরে উল্টে যায় কিন্তু কী কারণে টোটো অটোর পিছনে গিয়ে ধাক্কা মারল? টোটোর ব্রেক ফেল হয়ে গিয়েছিল না অন্য কোনও সমস্যার কারণে অটোর পিছনে ধাক্কা মারল?-তার তদন্ত করে দেখছে পুলিশ ।
এলাকার মানুষ ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে বারাসত মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হতে তাদের বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : ফেসবুকে প্রণয়! প্রেমের টানে ঝাড়খণ্ড থেকে পশ্চিম মেদিনীপুরে হাজির নাবালিকা
ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো আটক করে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 10:36 PM IST