যে কোন উদ্যোগী সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য নতুন বাগান তৈরি বা ফল চাষের এলাকা সম্প্রসারণের জন্য একদম বিনামূল্যে উদ্যানপালন দফতরের তরফ থেকে অত্যন্ত ভাল গুণগত মানের চারা দেওয়া হচ্ছে। যে কোন ফল যেমন আম ,পেয়ার, পেঁপে ইসরাইলি ভ্যারাইটির কলা, মসম্বি এবং বেদানা। শুধুমাত্র বিনামূল্যে চারাই নয় তার সাথে যে কোনও রকম সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর। চারার প্রতিপালন থেকে শুরু করে ফল উদ্বোধন পর্যন্ত কিভাবে একটি চারাকে সুস্থ রাখতে হয় এবং তার থেকে মুনাফা তুলে আনতে হয় এই সব ক্ষেত্রেই উপদেশ দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর। এই বিষয়ে ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার ,বাঁকুড়া কৃষ্ণেন্দু নন্দন জানান "ধৈর্য ধরে আমাদের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে যদি চারাগুলি প্রতিপালন করা হয় এবং দুই থেকে তিন বছর সময় দেওয়া হয় তাহলেই ধীরে ধীরে ফল পাওয়া যাবে এবং ধারাবাহিকতার সাথে কাজ করে গেলে মুনাফাও আসতে শুরু করবে।"
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন
বিনামূল্যে ভাল গুণগতমানের পছন্দের ফলের চারা নিতে গেলে যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী উদ্যান পালন দফতরে। বাঁকুড়াতে ইতিমধ্যেই এই যোজনার আওতাধীন অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। গত বছর সেপ্টেম্বর মাসে কৃষ্ণপুর সিমলাপাল এর সুজিত কুমার সিনহা মহাপাত্র বাঁকুড়া উদ্যানপালন দফতরের কাছে মুসাম্বি , আম, ড্রাগণ ফ্রুট এবং কলার চারা নেন। তিনি জানান যে উদ্যানপালন দফতরের সহযোগিতায় তিনি অত্যন্ত খুশি। দুই থেকে তিন বছর সঠিকভাবে পরিচর্যা করলেই যথেষ্ট পরিমাণ মুনাফার জন্য আশাবাদী তিনি।
আরও পড়ুন: কর ছাড়ের মহালাভ! ৩১ মার্চের আগে শুধু বিনিয়োগ করতে হবে এই ১০ খাতে!
তাই আর দেরি না করে নিজের ভাগ্য বদলাতে চলে আসুন উদ্যানপালন দপ্তরে। বিনামূল্যে ভাল মানের চারা এবং উদ্যান পালন দপ্তরের টেকনিক্যাল সহায়তায় আপনারও তৈরি হতে পারে স্থায়ী সচ্ছল ব্যবসা।
Nilanjan Banerjee