Investment and Returns: কর ছাড়ের মহালাভ! ৩১ মার্চের আগে শুধু বিনিয়োগ করতে হবে এই ১০ খাতে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
৩১ মার্চের আগে সঠিক বিনিয়োগ কৌশলের মাধ্যমে নিজের আয় বাড়িয়ে নেওয়া এবং কর সাশ্রয় করা সম্ভব।
কলকাতা: আর্থিক বছর শেষ হয়ে আসছে, এর মধ্যেই সেরে ফেলতে হবে বিনিয়োগের যাবতীয় কাজ। স্বল্প পরিচিত নানা বিনিয়োগ কৌশলে অনেকটা আয়কর বাঁচানো সম্ভব। ৩১ মার্চের আগে সঠিক বিনিয়োগ কৌশলের মাধ্যমে নিজের আয় বাড়িয়ে নেওয়া এবং কর সাশ্রয় করা সম্ভব। রইল তারই সুলুকসন্ধান—
সেরা বিনিয়োগ বিকল্প:
বিনিয়োগের আগে সঠিক গবেষণার প্রয়োজন হয়। বাজারে বিভিন্ন বিনিয়োগের সুযোগ রয়েছে যেমন, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট ইত্যাদি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে, নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সময়সীমার কথা ভেবে দেখা জরুরি।
১. সুকন্যা সমৃদ্ধি যোজনা:
কন্যাসন্তানের পিতামাতার জন্য এই প্রকল্প৷ এর অধীনে, ২১ বছরের মেয়াদে বার্ষিক ১.৫ লক্ষ পর্যন্ত সঞ্চয় করা যেতে পারে।
advertisement
advertisement
২. ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস):
এনপিএস হল একটি পেনশন প্রকল্প। বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করা যায়।
৩. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস):
এসসিএসএস হল প্রবীণ নাগরিকদের জন্য সরকার-সমর্থিত প্রকল্প, যাতে আর্থিক বছরে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করা যায়। আয়কর আইনের ৮০সি ধারায় বার্ষিক ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড় মেলে।
advertisement
৪. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ):
অবসরকালীন সঞ্চয়ের জন্য পিপিএফ আদর্শ। এতে এক আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। একই পরিমাণ অর্থ কর ছাড়ও মেলে।
৫. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি):
এনএসসি পোস্ট অফিস থেকে পাওয়া যায়। নিশ্চিত রিটার্ন-সহ নিরাপদ বিনিয়োগের আদর্শ এই প্রকল্প। এতেও এক আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় এবং কর ছাড়ও মেলে।
advertisement
৬. ইক্যুইটি-ভিত্তিক মিউচুয়াল ফান্ড:
স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইলে ইক্যুইটি-ভিত্তিক মিউচুয়াল ফান্ড আদর্শ। এখানেও এক আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় এবং ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মেলে।
৭. স্বাস্থ্য বিমা:
ব্যক্তিগত স্বাস্থ্য বিমা প্রকল্পে আয়কর আইনের ৮০ডি ধারায় ২৫ হাজার টাকা এবং পারিবারিক বিমায় ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মেলে।
advertisement
৮. গৃহ ঋণ:
গৃহ ঋণ থাকলে আয়কর আইনের ২৪ নম্বর ধারায় ঋণের সুদের উপর ২ লক্ষা টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে।
৯. ইউনিট-লিঙ্কড বিমা (ইউলিপ):
ইউলিপ-এ বিমা এবং বিনিয়োগকে একত্রিত হয়। ৮০সি ধারায় বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে।
১০. ইএলএসএস ফান্ড:
ইএলএসএস ফান্ড বা ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম ফান্ড হল মিউচুয়াল ফান্ড, যাতে তিন বছরের লক-ইন পিরিয়ড থাকে। এতে ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মেলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 12:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment and Returns: কর ছাড়ের মহালাভ! ৩১ মার্চের আগে শুধু বিনিয়োগ করতে হবে এই ১০ খাতে!