একটি নতুন প্যানের জন্য আবেদন করতে NSDL সাইটে যেতে হবে
আবেদনের ধরন নির্বাচন করে নিতে হবে— ভারতীয় নাগরিক, বিদেশি নাগরিক বা বিদ্যমান PAN-এর তথ্য পরিবর্তন/সংশোধনের জন্য নতুন প্যান
বিভাগ নির্বাচন করতে হবে – ইন্ডিভিজুয়াল, অ্যাসোসিয়েশন অব পার্সনস বা বডি অব ইন্ডিভিজুয়াল
ফর্মে নাম, জন্ম তারিখ, ইমেল এবং মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে
ফর্ম জমা দেওয়ার পর পরবর্তী ধাপে যাওয়ার বার্তা আসবে
ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন কি না তা নির্বাচন করে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা জানাতে হবে
ব্যক্তিগত বিবরণ, যোগাযোগ এবং অন্য বিবরণ লিখে এলাকার কোড, AO টাইপ করে অন্য বিবরণ লিখতে হবে
ওটিপি ব্যবহার করে আধার যাচাই করতে ই-কেওয়াইসি বিকল্পটি নির্বাচন করে নিতে হবে
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে হবে
আধার প্রমাণীকরণের জন্য অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে
‘ই-কেওয়াইসি’ দিয়ে এগিয়ে যেতে হবে। আধাররের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে
‘ই-সাইন’ দিয়ে এগিয়ে যেতে হবে এবং নিজের ১২-সংখ্যার আধার নম্বর লিখতে হবে। ফের ওটিপি আসবে
OTP লিখে এবং DDMMYYYY ফর্ম্যাটে পাসওয়ার্ড হিসাবে নিজের জন্মতারিখ দিলে পিডিএফ-এ স্বীকৃতি রসিদ পাওয়া যাবে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন