TRENDING:

Bankura News: বাঁকুড়ার ভূতশ্বরের মা সংকট তারিণীর মেলা, লাইনে শত শত মানুষের ভিড়

Last Updated:

মাথার সাইজের নাড়ু দিয়ে পুজো। কোন বিগ্রহ এবং মন্দির ছাড়াই পূজিত হচ্ছেন মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শীত কালে কম বেশি নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট ছোট গোল গোল দেখতে হয় নাড়ু, তা আমরা সবাই জানি। কিন্তু যদি বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর বা ভূতশহর একটি বিশেষ দিনে আসেন তাহলে দেখতে পাবেন অতিকায় নাড়ু দিয়ে পূজিত হচ্ছে মা সংকট তারিণী। মাঘ মাসের চতুর্দশীতে এই ভুতশহরে বসে ১৫০ বছরের পুরনো মা সংকট তারিণীর মেলা। ভিড় হয় অজস্র মানুষের। ভূতনাথ মন্দিরে এবং মা সংকট তারিণীর পুজোর জন্যে লাইন দেন শত শত মহিলা।
advertisement

আর মায়ের মুখ্য প্রসাদ হিসেবে ব্যাবহার করা হয় অতিকায় নাড়ু। যার সাইজ কখনও কখনও ২ কেজির ওপর যায়। পরিচিত নাম ' পাহাড় '।

ক্ষত্রিয় ব্রাহ্মণদের গ্রাম এই ভূতশহর। গ্রামবাসীদের অধিকাংশের মুখ্য পদবী \"রাঠোর\" ও \"চৌহান\" বর্তমানে রূপান্তরিত হয়েছে \"সিংহ\" তে। জানা যায় বহু বছর আগে বিষ্ণুপুরের মল্ল রাজার থেকে মা সংকট তারিণীর ঘট নিয়ে এসেছিলেন জনৈক গুরুদয়াল সিং।

advertisement

আরও পড়ুন: Home Stay Mystery|| পাহাড়ে গিয়ে আপনি আদৌ হোম স্টে-তেই থাকছেন তো? অবশেষে আসল রহস্য ফাঁস!

View More

পারিবারিক সংকট মোচন এবং জমি সংক্রান্ত ঝুট ঝামেলা থেকে রেহাই পেতেই গ্রামে শুরু হয় মা সংকট তারিণীর পূজা এবং মেলা যা বর্তমানে এক মহা মিলন উৎসবে পরিণত হয়েছে। কোন বিগ্রহ এবং মন্দির ছাড়াই বছরের পর বছর পূজিত হচ্ছেন মা সংকট তারিণী।

advertisement

আরও পড়ুন: Howrah News: সর্বত্র দেখা মেলে এই জংলি গাছের! জানেন কতটা উপকারী এই গাছ

মা সংকট তারিণীর এই পুজো এবং অতিকায় নাড়ুর কাহিনী অজানা অনেকেরই। তবুও কয়েকবছর হল ধীরে ধীরে জনপ্রিয়তা এসেছে এই মেলায়। মেলার মৌলিকতা এবং ভুতশহর গ্রামের প্রাচীন না জানা ইতিহাস রোমাঞ্চের সঞ্চার করে। অতিকায় গুড়ের পাহাড় দিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের গ্রাম ভূতশহরের মা সংকট তারিণীর এই পূজা এক নতুন মাত্রা এনে দেয় বাঁকুড়া জেলার সংস্কৃতিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলকাতার যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলাচ্ছেন 'এইসব' ফল
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ার ভূতশ্বরের মা সংকট তারিণীর মেলা, লাইনে শত শত মানুষের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল