Howrah News: সর্বত্র দেখা মেলে এই জংলি গাছের! জানেন কতটা উপকারী এই গাছ

Last Updated:
বর্তমান সময়ে সর্বত্র দেখা মেলে রাবণ লতা বা জার্মানি লতা, তবে এই গাছের উপকারী গুণ সম্পর্কে অনেকেরই অজানা ৷
1/6
রাবণলতা বা জার্মানি লতা হল অমূল্য প্রাকৃতিক সম্পদ। বিজ্ঞানসম্মত নাম Makania Micrsntha Kunth বাংলার বিভিন্ন জায়গায় যশুরেলতা, রিফিউজি লতা, আসাম লতা, তরলতা নামেও বারিবন নামেও পরিচিত।
রাবণলতা বা জার্মানি লতা হল অমূল্য প্রাকৃতিক সম্পদ। বিজ্ঞানসম্মত নাম Makania Micrsntha Kunth বাংলার বিভিন্ন জায়গায় যশুরেলতা, রিফিউজি লতা, আসাম লতা, তরলতা নামেও বারিবন নামেও পরিচিত।
advertisement
2/6
অনাদরে বেড়ে ওঠা, রাস্তার ধার আনাচে-কানাচে খোলা আকাশের নিচে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় সর্বত্রই চোখে পড়বে এই লতা গাছকে। বর্তমানে এই গাছের কদর সেভাবে না থাকলেও উপকারী গুণ চমকে যাওয়ার মত। পান পাতার সঙ্গে কিছুটা মিল রয়েছে আকৃতিতে। তবে পান পাতার থেকে একটু ফিকে সবুজ। পান পাতার মত পাতায় তৈলাক্ত বা চকচকে ভাব নেই। পাতার ধার বরাবর কাঙড়ো কাটা।
অনাদরে বেড়ে ওঠা, রাস্তার ধার আনাচে-কানাচে খোলা আকাশের নিচে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় সর্বত্রই চোখে পড়বে এই লতা গাছকে। বর্তমানে এই গাছের কদর সেভাবে না থাকলেও উপকারী গুণ চমকে যাওয়ার মত। পান পাতার সঙ্গে কিছুটা মিল রয়েছে আকৃতিতে। তবে পান পাতার থেকে একটু ফিকে সবুজ। পান পাতার মত পাতায় তৈলাক্ত বা চকচকে ভাব নেই। পাতার ধার বরাবর কাঙড়ো কাটা।
advertisement
3/6
এই গাছ থেকে পাতা আলাদা করলেই ঝিমিয়ে যায় কিছুক্ষনেই। জলতা প্রকৃতির পাতা। এই পাতা হাতের মুঠোয় নিয়ে ঘসলে বেশ খানিকটা ঘন সবুজ রস বের হয়ে আসে। এই তরল পদার্থই দারুণ উপকারী। রাবণ লতা পাতার রস দারুন উপকারি কাটা, ছড়া বা ঘায়ের জন্য। কেটে যাওয়া স্থানের দ্রুত রক্ত বন্ধ করতে দারুন কাজ করে এই।
এই গাছ থেকে পাতা আলাদা করলেই ঝিমিয়ে যায় কিছুক্ষনেই। জলতা প্রকৃতির পাতা। এই পাতা হাতের মুঠোয় নিয়ে ঘসলে বেশ খানিকটা ঘন সবুজ রস বের হয়ে আসে। এই তরল পদার্থই দারুণ উপকারী। রাবণ লতা পাতার রস দারুন উপকারি কাটা, ছড়া বা ঘায়ের জন্য। কেটে যাওয়া স্থানের দ্রুত রক্ত বন্ধ করতে দারুন কাজ করে এই।
advertisement
4/6
কেটে যাওয়া স্থানে এই পাতা থেঁতো করে বা দুই হাতের মুঠোয় রগড়ে ক্ষত স্থানে লাগিয়ে দিলে নিমিষে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এর অতুলনীয় গুণ এখনও গ্রামে গঞ্জে দারুণভাবে ব্যবহৃত। আবার, ঘা সারাতে এই পাতার জুড়ি মেলা ভার। গরম জলে এই পাতার রস মিশিয়ে ঘা এর জন্য ব্যবহার করা যেতে পারে। চামড়ার সমস্যা বা চুলকানি দূর করতেও এই পাতার ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে শীতকাল হাতের তালুর চামড়া খসখসে হয়ে ওঠে তাতে জার্মানি লতা লাগালে উপকার পাওয়া যায়। আবার কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে এই পাতা নিয়মিত কিছুদিন খেলে উপকার পাওয়া যায়।
কেটে যাওয়া স্থানে এই পাতা থেঁতো করে বা দুই হাতের মুঠোয় রগড়ে ক্ষত স্থানে লাগিয়ে দিলে নিমিষে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এর অতুলনীয় গুণ এখনও গ্রামে গঞ্জে দারুণভাবে ব্যবহৃত। আবার, ঘা সারাতে এই পাতার জুড়ি মেলা ভার। গরম জলে এই পাতার রস মিশিয়ে ঘা এর জন্য ব্যবহার করা যেতে পারে। চামড়ার সমস্যা বা চুলকানি দূর করতেও এই পাতার ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে শীতকাল হাতের তালুর চামড়া খসখসে হয়ে ওঠে তাতে জার্মানি লতা লাগালে উপকার পাওয়া যায়। আবার কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে এই পাতা নিয়মিত কিছুদিন খেলে উপকার পাওয়া যায়।
advertisement
5/6
জন্ডিস বা লিভারের সমস্যাতেও এই পাতার জুড়ি নেই। এককথায় গ্রাম গঞ্জের মানুষের হাতের সামনেই এমন ধন্বন্তরি পাতা রয়েছে। এই পাতা ব্যবহারে বহু রোগ থেকে উপশম পাওয়া যায়। বর্তমান সময়ে সর্বত্র দেখা মেলে, তবে উপকারী গুণ সম্পর্কে অনেকেরই অজানা।
জন্ডিস বা লিভারের সমস্যাতেও এই পাতার জুড়ি নেই। এককথায় গ্রাম গঞ্জের মানুষের হাতের সামনেই এমন ধন্বন্তরি পাতা রয়েছে। এই পাতা ব্যবহারে বহু রোগ থেকে উপশম পাওয়া যায়। বর্তমান সময়ে সর্বত্র দেখা মেলে, তবে উপকারী গুণ সম্পর্কে অনেকেরই অজানা।
advertisement
6/6
এই পাতা দেখা মেলে চাষবাসের জমির পার্শ্ববর্তী বেড়া আকড়ে বেড়ে উঠতে। বাড়ির আনাচে-কানাচে রাস্তার ফুটপাত। বড় শুকনো গাছ ইলেকট্রিক পোস্ট বা পুরানো দেওয়াল ঢেকে রয়েছে জার্মানি লতা। এই গাছে সাদা ছোট ছোট গুচ্ছাকৃতির ফুল হয়। এই ফুল থেকেই ছোট ছোট দানা বাতাসে উড়ে বংশবৃদ্ধি ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে এক স্থান থেকে অন্য স্থানে।
এই পাতা দেখা মেলে চাষবাসের জমির পার্শ্ববর্তী বেড়া আকড়ে বেড়ে উঠতে। বাড়ির আনাচে-কানাচে রাস্তার ফুটপাত। বড় শুকনো গাছ ইলেকট্রিক পোস্ট বা পুরানো দেওয়াল ঢেকে রয়েছে জার্মানি লতা। এই গাছে সাদা ছোট ছোট গুচ্ছাকৃতির ফুল হয়। এই ফুল থেকেই ছোট ছোট দানা বাতাসে উড়ে বংশবৃদ্ধি ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে এক স্থান থেকে অন্য স্থানে।
advertisement
advertisement
advertisement