Bankura News: 'ওয়াল্টার হোয়াইট' থেকে সাধারণ মানুষ, তাঁর তুলিতে জীবনের ছোঁয়া... দেখলে চোখ জুড়োয়
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
অনেকেই মনে করছেন, উপযুক্ত সুযোগ ও দিশা পেলে এই খুদে শিল্পী ভবিষ্যতে রাজ্য বা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও নিজের নাম উজ্জ্বল করতে পারবে।
অনিষের আঁকা পোর্ট্রেটের মধ্যে জনপ্রিয় কল্প চরিত্র ওয়াল্টার হোয়াইট বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বখ্যাত এই চরিত্রটির মুখের গভীরতা, ভাবগাম্ভীর্য ও ব্যক্তিত্ব অনিষ এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে যে অনেকেই প্রথম দেখায় বিশ্বাস করতে পারেন না এটি একটি অষ্টম শ্রেণীর ছাত্রের আঁকা। শুধু ওয়াল্টার হোয়াইট নয়, বিভিন্ন জনপ্রিয় চরিত্র, সাধারণ মানুষের মুখাবয়ব ও পরিচিত ব্যক্তিত্বের একাধিক পোর্ট্রেট এঁকেছে সে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
অনিষ দত্ত বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। খুব অল্প বয়স থেকেই ছবি আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। কাগজে পেন্সিল চালাতে চালাতেই ধীরে ধীরে সে রপ্ত করেছে পোর্ট্রেট আঁকার জটিল কৌশল। মানুষের মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, আলো-ছায়ার ব্যবহার—সব কিছুই অনিষ অত্যন্ত যত্ন নিয়ে তুলে ধরে তার আঁকায়। বিশেষ করে বাস্তবধর্মী পোর্ট্রেট আঁকায় তার দক্ষতা নজর কাড়ছে সকলের।
advertisement
অনিষের এই শিল্পচর্চার পিছনে বড় ভূমিকা রয়েছে তার শিক্ষক ইন্দ্রনীলবাুর। তিনি জানিয়েছেন, “আমার এই ছাত্র অত্যন্ত প্রতিভাবান। খুব কম বয়সেই ওর পর্যবেক্ষণ ক্ষমতা এবং ধৈর্য চোখে পড়ার মতো। নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে ও আরও বড় জায়গায় পৌঁছাতে পারবে।” শিক্ষক হিসেবে অনিষের এই প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করাই তাঁর লক্ষ্য বলেও জানান ইন্দ্রনীল।
advertisement
ইতিমধ্যেই অনিষের আঁকা ছবি সামাজিক মাধ্যমে ও স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ তার প্রতিভায় মুগ্ধ হয়ে উৎসাহমূলক মন্তব্য করছেন। অনেকেই মনে করছেন, উপযুক্ত সুযোগ ও দিশা পেলে এই খুদে শিল্পী ভবিষ্যতে রাজ্য বা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও নিজের নাম উজ্জ্বল করতে পারবে। অল্প বয়সেই এমন সাফল্য অনিষ দত্তকে নিঃসন্দেহে নতুন প্রজন্মের শিল্পী হিসেবে সামনে নিয়ে এসেছে।
advertisement
সব মিলিয়ে বলা যায়, অষ্টম শ্রেণির ছাত্র অনিষ দত্তের প্রতিভা শুধু তার বয়সের সীমারেখায় আবদ্ধ নয়, বরং তা ভবিষ্যতের সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। পড়াশোনার পাশাপাশি নিষ্ঠা, ধৈর্য ও গভীর পর্যবেক্ষণ ক্ষমতার মেলবন্ধনে অনিষ যেভাবে একের পর এক জীবন্ত পোর্ট্রেট ফুটিয়ে তুলছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শিক্ষক ও সাধারণ মানুষের উৎসাহ, পরিবারের সমর্থন এবং নিয়মিত চর্চা—এই তিনের সমন্বয় বজায় থাকলে অনিষ দত্ত আগামী দিনে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে বলেই আশা করা যায়। আজ যে হাত পেন্সিল ধরে স্বপ্ন আঁকছে, সেই হাতই ভবিষ্যতে বাংলা তথা দেশের শিল্পজগতে নতুন দিশা দেখাবে—এমন বিশ্বাস করতেই পারে শিল্পপ্রেমী সমাজ।







