ক্লাস ওয়ান থেকে এইচএস পর্যন্ত মেয়েকে পড়িয়েছেন বাবা দেবপ্রসাদ পাল। বাবারও যা যা সাবজেক্ট ছিল ঠিক সেই সেই সাবজেক্ট এই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে অস্মিতা পাল আর তাতেই তাক লাগানো রেজাল্ট।
আরও পড়ুন:উচ্চ মাধ্যমিকে কৃতকার্যদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর! ট্যুইটে লিখলেন…
পশ্চিমবঙ্গে মেয়ের সপ্তম হওয়ার খবর পেয়ে একপ্রকার আবেগপ্রবণ হয়ে পড়েন অস্মিতার মা সুপ্রিয়া পাল। মেয়ের জন্যে চিলি চিকেন বানিয়ে হয়রান মা। ফল প্রকাশের খবর পেয়ে অস্মিতা পাল এর বাড়িতে খুশির বাতাবরণ তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: নিজের স্কুলেই পড়ত মেয়ে, উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়ে বাবাকেই জিতিয়ে দিল আত্রেয়ী
বড় হয়ে অস্মিতা সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চান। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থেকেই মানুষের উপকার করতে চান অস্মিতা। রুটিন মাফিক পড়াশোনা অস্মিতা করেনি কোনদিন এমনটাই বলছেন অস্মিতা।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





