West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকে কৃতকার্যদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর! ট্যুইটে লিখলেন...
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।”
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023
advertisement
প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট শিক্ষামন্ত্রীর। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রছাত্রীর উদ্যেশে ট্যুইট করে লেখেন, “আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হল। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভাল মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল কর এই কামনা রইল।”
advertisement
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।
— Bratya Basu (@basu_bratya) May 24, 2023
advertisement
২৪ মে বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল।এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশ বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 2:07 PM IST

