সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সার্টিফায়েড সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদে নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ৫ জুন, ২০২৩ তারিখকে ইন্টারভিউয়ের দিন হিসেবে ধার্য করা হয়েছে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)
পদের নাম: সার্টিফায়েড সিকিউরিটি স্ক্রিনার
শূন্যপদের সংখ্যা: ৪১
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: ওয়াক-ইন ইন্টারভিউ
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
ইন্টারভিউয়ের তারিখ: ০৫.০৬.২০২৩
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ১০+২/ ইন্টারমিডিয়েট/ দ্বাদশ শ্রেণী অথবা সমতুল্য ডিগ্রি থাকা আবশ্যক। এর পাশাপাশি প্রার্থীদের বৈধ বিসিএএস বেসিক এভিএসইসি (১৩ দিন) সার্টিফিকেট, বৈধ বিসিএএস স্ক্রিনার সার্টিফিকেশন (স্ট্যান্ডঅ্যালোন অথবা আইএলএইচবিএস) (কমপক্ষে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত বৈধ) থাকা বাঞ্ছনীয়। এছাড়া ইংরেজি, হিন্দি অথবা বাংলার মতো স্থানীয় ভাষায় কথা বলা এবং সেই সব ভাষা পড়তে পারার দক্ষতা থাকতে হবে। যে সব প্রার্থীদের কাছে বৈধ ডেঞ্জারাস গুডস সার্টিফিকেশন থাকবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫০ বছরের কম হতে হবে।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৫০০০ টাকা।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। প্রথম বছরটা প্রোবেশন পিরিয়ড হিসেবে গণ্য করা হবে। সফল ভাবে সেই প্রোবেশন পিরিয়ড শেষ করতে পারলে নিয়োগের মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করা হবে।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে সমস্ত জরুরি তথ্য-সহ আগামী ৫ জুন, ২০২৩ তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত থাকতে হবে এই ঠিকানায়: Conference Hall of Airport Director, AAI, NSCBI Airport, Kolkata-700052।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AAI, Government Job, Job News 2023