পাথর শিল্পী নিরঞ্জন কর্মকার জানান, অবশ্যই ভাল লাগছে শুনে যে শুশুনিয়ার পাথর শিল্পকে বিশ্বের মানুষ জানতে পারবে তবে পাথরের অভাবে এই শিল্প বন্ধ হয়ে আছে। পাথরের বদলে কাঠের এবং সিমেন্টের মূর্তি বানাতে হচ্ছে। যাঁরা বৃহৎ শিল্পী, তাঁরা রাজস্থান চলে গিয়েছেন পেটের টানে। ক্ষুদ্র ও মাঝারি পাথরের অভাবে বসে রয়েছেন।
আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হামলা শিক্ষকের! কাউন্সিলর স্ত্রীর নাম তুলে হুমকি!
advertisement
আরও পড়ুন: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
বৃহস্পতিবার ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এ বার শোভা পেল ঐতিহ্যময় বিষ্ণুপুরের বিষ্ণুর দশটি রূপ। পাশাপাশি শোভা পেল বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্প। বৃহস্পতিবার বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হলে ডাক বিভাগের এক অনুষ্ঠানে দু’টি খামের প্রকাশ করেন ডাক বিভাগের কর্তারা। বিষ্ণুপুরের দশ অবতার তাস যাতে রয়েছে বিষ্ণুর দশটি রূপ। এই তাসে দশ অবতারের ছবি থাকায় এর নাম দশাবতার ওরক। পরবর্তীতে দশাবতার ওরক দশাবতার তাস নামে পরিচিত হয়।
নীলাঞ্জন ব্যানার্জী