স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে নটা নাগাদ ঝাড়গ্রামগামী একটি বেসরকারি যাত্রীবোঝায় বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে হঠাৎ আগুন লেগে যায় গোটা বাসটিতে। নিজেদের প্রাণ বাঁচাতে ততক্ষণে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। বাসের ড্রাইভার এবং খালাসী বাস ছেড়ে পালিয়ে যায়। যাত্রীরা নেমে গেলে বাসটির আগুন ধীরে ধীরে ছড়াতে থাকে। সঙ্গে কালো ধোঁয়া জঙ্গলের চারপাশে ছড়াতে থাকে। নিমেষের মধ্যে পুড়তে থাকে বাসটি।
advertisement
আরও পড়ুন বাড়বে কি চালের দাম? বৃষ্টি কম, রাজ্যে ফলন কম ধানের
এই হাড়হিম করা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। চোখের নিমেষে বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে ধাক্কা মারা মোটরবাইকের দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয়দের চেষ্টায় সেই দুই বাইক আরোহীকে উদ্ধার করে রায়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রী বাস থেকে বের হতে সক্ষম হন। ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচেন বাস যাত্রীরা।
আরও পড়ুন রাতের অন্ধকারে বাড়ি ঢুকে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা, বাধা দিলেই ছুরির আঘাত
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়পুর ও বারিকুল থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা বাসে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনেন। সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসযাত্রীরা।
জয়জীবন গোস্বামী