বাড়বে কি চালের দাম? বৃষ্টি কম, রাজ্যে ফলন কম ধানের

Last Updated:

বৃষ্টি কম, রাজ্যে তিন লক্ষ হেক্টর জমিতে ধান রোয়া যায়নি

#বর্ধমান: বৃষ্টি কম হওয়ায় রাজ্যের প্রায় তিন লক্ষ হেক্টর জমিতে আমন চাষ কম হয়েছে। সবচেয়ে কম চাষ হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় বহু জমি অনাবাদি হয়ে রয়েছে। এইসব জমিতে বিকল্প চাষের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আমন চাষ না হওয়া জমিগুলিতে ডাল, সরষের বীজ দেওয়া শুরু করেছে কৃষি দফতর। সেই সঙ্গে রবি চাষ এগিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বর্ধমানে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,  বৃষ্টির অভাবে প্রায় ৩ লক্ষ হেক্টর জমিতে ধান রোয়া কম হয়েছে। গত বছর রাজ্যে ৪২ লক্ষ হেক্টর জমিতে আমন ও আউশ ধানের চাষ হয়েছিল। এবার প্রায় ৩৯ লক্ষ হেক্টরে জমিতে সেই চাষ হয়েছে। প্রথম দিকে বৃষ্টির খুবই ঘাটতি ছিল। তবে পরবর্তী সময়ে সেই ঘাটতির অনেকটাই পূরণ করা সম্ভব হয়েছে। যে সব জমিতে ধান রোয়া গেল না সেই সব জমিতে বিকল্প চাষের জন্য সাড়ে ১০ কোটি টাকার বীজ সরবরাহ করছে কৃষি দফতর।
advertisement
advertisement
সাধারণত শ্রাবণ মাসের মধ্যেই খরিফ মরশুমে আমন ও আউশ ধান রোয়ার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার বৃষ্টি ও সেচের জল কম থাকায় অনেক জমিতেই ধান রোয়া সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টি হওয়ায় অনেক জমিতে ধান রোয়া হয়। তবে রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্য মাত্রার অনেকটাই কাছে পৌঁছনো সম্ভব হয়েছে। তবে পশ্চিম বর্ধমান জেলায় ৫৭ শতাংশ জমিতে ধান রোয়া যায়নি। বীরভূমেও চল্লিশ শতাংশ জমি অনাবাদি রয়ে গেছে। মুর্শিদাবাদে ৩০ শতাংশ জমিতে ধান দেওয়া যায়নি। পুরুলিয়াতেও ৩১ শতাংশ জমি জলের অভাবে ধান রোয়ার বাইরে থেকে গেছে। বাঁকুড়া জেলায় ২২ শতাংশ জমি অনাবাদি রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ৬ হাজার হেক্টর জমিতে ধান রোয়া যায়নি।
advertisement
ফাঁকা পড়ে থাকা জমিগুলিতে তিল ভুট্টা কলাই ও সবজি চাষের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃষি দফতরের মত, জলের অভাবে প্রথম দিকে পরিস্থিতি খুবই সমস্যা সংকুল হয়ে উঠেছিল।তবে পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টি মেলায় লক্ষ্যমাত্রার অনেক কাছেই পৌঁছানো গেছে। যেসব জমিতে ধান রোয়া গেল না সেগুলিকে বিকল্প চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়বে কি চালের দাম? বৃষ্টি কম, রাজ্যে ফলন কম ধানের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement