গড় গড় করে বলে দিতে পারে যে কোনও দেশের রাজধানীর নাম। মাত্র ৫৯ সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ অবস্থায় ১১৪ টি সঠিক শব্দ বলে ২০২২ সালের ২৫ নভেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় ছোট্ট ঐশানী। গর্বিত পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?
advertisement
আরও পড়ুনঃ চপ, তাও আবার সুগার ফ্রি! সাগরের আজব আবিষ্কারে তোলপাড় বাংলা, কীভাবে তৈরি হয় জানেন!
ঘটনার মাত্র তিন মাস আগেই বরফ দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাক লাগিয়েছিল ঐশাণীর মা সঙ্গীতা পাত্র। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম খোদাই করতে সক্ষম হন সঙ্গীতা পাত্র। সন্তানকে চাপ না দিয়ে খেলার ছলে প্র্যাক্টিস করেই এসেছে সাফল্য। শুধু নিজের কথাই নয়, স্বমহিমায় সব নারীদের স্বনির্ভর হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
দুটি রেকর্ডের অধিকারী হয়ে তাক লাগিয়েছে বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার লোকপুরের পাত্র পরিবার। মা-মেয়ের এই অনবদ্য জুটি অনুপ্রাণিত করবে সমগ্র বাঁকুড়া তথা রাজ্যকে।
Nilanjan Banerjee