আরও পড়ুন: শঙ্খচিলের ডাকে অষ্টমীর বলি হত! চট্টরাজ পরিবারের দুর্গাপুজো পাঁচ শতকের পুরনো
শপিং মলে টাকা দিয়ে জামা কাপড় কিনতে সকলে পারেন না। অর্থাভাবে বাংলার বহু মানুষ পুজোর বাজার করছেন না। সেই সব বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্যই বিনামুল্যের শপিং মল খোলার সিধান্ত নিয়েছে ওন্দা যুব সমাজ নামে একটি সমাজসেবী সংগঠন। ওই সংগঠনের সম্পাদক সুদিপন পাল জানান, বাঁকুড়া জেলার ওন্দার ওন্দা বাজার সংলগ্ন এলাকায় ওন্দা যুব সমাজের নতুন অফিসে মহা ষষ্ঠীর দিন খোলা হবে এই বিশেষ শপিং মল।
advertisement
তিনি আরও জানান, মোট ৫০০ এর কাছাকাছি জামা, শাড়ি এবং প্যান্ট রাখা হবে এদিন। শপিং মলে যে কেউ প্রবেশ করতে পারবেন এবং নিজের পছন্দের পোশাক বেছে নিতে পারবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যেই এই উদ্যোগ। বহু সহৃদয় ব্যাক্তির অনুদান এবং ওন্দা যুব সমাজের প্রচেষ্টায় রূপায়িত হতে চলেছে এই ফ্রির শপিং মল। এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
নীলাঞ্জন ব্যানার্জি