আচ্ছা, পাখিটার নাম শুনে হাসি পাচ্ছে? হাসি পাওয়ারই কথা। কিন্তু এতে পাখিটির কোনও দোষ নেই। মদনটাক (বিজ্ঞানসম্মত নাম- লেপটপটিলস জাভানিকাস) বৃহৎ আকৃতির পাখি। বেশিরভাগ সময়ই এদের মাথা টাকের মত ফাঁকা থাকায় গ্রামবাংলায় এদের নাম দেওয়া হয় মদনটাক। দুটি অনুজ্জ্বল হলুদ চোখ আছে। ইতিমধ্যেই চিন ও সিঙ্গাপুর থেকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, অসম এবং বিহারে অল্প কিছু দেখা যায়।
advertisement
আরও পড়ুন: সেতু পেরোতে গেলেই টুপটাপ খালে পড়ে যায় মানুষ! অবশেষে সমস্যার সমাধান বেরিয়ে এল
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদনটাকের ডানার চোট অত্যন্ত গুরুতর। তার আর ওড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই পাখিটিকে সম্পূর্ণ সুস্থ করার পর জঙ্গলের বদলে নিয়ে যাওয়া হবে চিড়িয়াখানায়। এমনটাই জানালেন ছাতনা রেঞ্জের ফরেস্ট অফিসার এশা বোস।
নীলাঞ্জন ব্যানার্জি





