South 24 Parganas News: সেতু পেরোতে গেলেই টুপটাপ খালে পড়ে যায় মানুষ! অবশেষে সমস্যার সমাধান বেরিয়ে এল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
রাঙাফলা এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সেতু ছিল। আমফানে সেই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুটির সংস্কার করা হয়। তবে বারবার বাঁশ দিয়ে তৈরি হওয়ায় সেতুটি ক্রমশই দুর্বল হয়ে পড়ে। আর তাতেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এই সেতুর নিচ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদীর সংযোগকারী খাল। সেতুটি দুর্বল থাকায় অনেকেই সেই খালে পড়ে যান।
দক্ষিণ ২৪ পরগনা: দুর্বল বাঁশের সেতু, তার উপর দিয়েই নিত্য যাতায়াত। আর তাই প্রায়শই দুর্ঘটনা ঘটে। অল্প বৃষ্টিতেই সেই সেতু পিচ্ছিল হয়ে ওঠে। ফলে প্রতিমুহূর্তে আতঙ্কে থাকেন এই সেতু ব্যবহারকারীরা। অবশেষে এলাকার মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে এই সেতু সমস্যা মিটতে চলেছে কুলপিতে। তৈরি হচ্ছে নতুন স্থায়ী সেতু।
কুলপির বেলপুকুর অঞ্চলের রাঙাফলা গ্রামে তৈরি হচ্ছে এই সেতু। লোহার বেইলি ব্রিজ যে পদ্ধতিতে তৈরি করা হয় ঠিক সেভাবেই নির্মাণ করা হচ্ছে এটি। খরচ হচ্ছে প্রায় ৭৫ লক্ষ টাকা। ফলে খুশি স্থানীয়রা।
advertisement
এলাকার মানুষের থেকে জানা গেল, রাঙাফলা এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সেতু ছিল। আমফানে সেই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুটির সংস্কার করা হয়। তবে বারবার বাঁশ দিয়ে তৈরি হওয়ায় সেতুটি ক্রমশই দুর্বল হয়ে পড়ে। আর তাতেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এই সেতুর নিচ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদীর সংযোগকারী খাল। সেতুটি দুর্বল থাকায় অনেকেই সেই খালে পড়ে যান। ফলে স্থায়ী সেতুর দাবি ক্রমশ জোড়ালো হতে থাকে।
advertisement
এলাকার মানুষের সেই দাবি মেনে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে লোহার স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে বাপী বিশ্বকর্মা বলেন, সেতু নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই সমস্যা অবশেষে মিটতে চলেছে। এতে স্থানীয় মানুষ অনেকটাই উপকৃত হবেন।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সেতু পেরোতে গেলেই টুপটাপ খালে পড়ে যায় মানুষ! অবশেষে সমস্যার সমাধান বেরিয়ে এল
