East Medinipur News: ডিএ ধর্মঘটে অংশ নেওয়া স্যারদের স্কুলে ঢুকতে বাধা সোমবারও অব্যাহত থাকল

Last Updated:

শুক্রবার কেন স্কুলে পঠন-পাঠন হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ। সোমবার সকাল থেকেই তাঁরা স্কুলের গেট ঘেরাও করে দাঁড়িয়ে থাকেন। এর ফলে ক্লাস শুরুর সময় হয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক-শিক্ষিকাদের।

+
title=

পূর্ব মেদিনীপুর: বকেয়া ডিএ দেওয়ার দাবিতে গত শুক্রবার রাজ্যজুড়ে প্রশাসনিক ধর্মঘট ডেকেছিলেন সরকারি কর্মীদের একাংশ। তারপর থেকেই ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের লাগাতার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে। শনিবার পুনরায় স্কুলে গেলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটী শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। যা সোমবার‌ও অব্যহত থাকল। এদিন নন্দকুমারের বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার কেন স্কুলে পঠন-পাঠন হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ। সোমবার সকাল থেকেই তাঁরা স্কুলের গেট ঘেরাও করে দাঁড়িয়ে থাকেন। এর ফলে ক্লাস শুরুর সময় হয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
advertisement
advertisement
প্রতিবাদীদের অভিযোগ, ১০ মার্চ অর্থাৎ শুক্রবার শিক্ষকরা ধর্মঘটে অংশ নেওয়ায় ছাত্র-ছাত্রীদের ক্ষতি হয়েছে। বন্ধ ছিল পঠন পাঠন। ওইদিন ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল থেকেও বঞ্চিত হয়েছে। শিক্ষকরা এটা কেন করলেন তার জবাব চান। যতক্ষণ উত্তর না দেওয়া হবে ততক্ষণ কোন‌ও শিক্ষককে স্কুলের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে তাঁরা জানান।
advertisement
যদিও অভিভাবকদের দাবি উড়িয়ে দিয়ে ওই স্কুলের শিক্ষক অনুপ কুমার বেরা জানান, পরিকল্পনা করেই তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নন্দকুমারের বিডিও। তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলে ঢুকে ক্লাস নেন শিক্ষক-শিক্ষিকারা।
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ডিএ ধর্মঘটে অংশ নেওয়া স্যারদের স্কুলে ঢুকতে বাধা সোমবারও অব্যাহত থাকল
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement