North 24 Parganas News: সীমান্ত থেকে উদ্ধার ১২ টি সোনার বিস্কুট, বাজার মূল্য ৮০ লক্ষ টাকা

Last Updated:

ওই ব্যক্তিকে তল্লাশি করে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ১ কিলো ৪০০ গ্রাম, বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।

উত্তর ২৪ পরগনা: পাচারের সময় ফের সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট। ১২টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএস‌এফ। যার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এই সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে লতিফ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রামের ঘটনা।
বিএসএফ সূত্রের খবর, ধৃত লতিফ সর্দারকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় ওই ব্যক্তিকে তল্লাশি করে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ১ কিলো ৪০০ গ্রাম, বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।
advertisement
advertisement
এরপরই অভিযুক্ত লতিফ সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতের বাড়ি বিথারি হাকিমপুর পঞ্চায়েতের মোল্লাপাড়ায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ হয়ে সীমন্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। বিএসএফের অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে। এদিকে উদ্ধার হওয়ার সোনার বিস্কুটগুলো তেঁতুলিয়া শুল্ক দফতারে হাতে তুলে দেওয়া হয়।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সীমান্ত থেকে উদ্ধার ১২ টি সোনার বিস্কুট, বাজার মূল্য ৮০ লক্ষ টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement