Actress Sreenanda Shankar Divorce: ১৬ বছর পর ভাঙল শ্রীনন্দা শঙ্করের সংসার! ‘আমাদের দুজনকে শান্তি দিয়েছে,’ ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের কথা জানালেন অভিনেত্রী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Actress Sreenanda Shankar Divorce: gনৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে পার্সি যুবক গেভ সাতারাওয়ালাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে সংসার পেতেছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জল্পনা চলছিল।
কলকাতাঃ বছর শেষের মুখে টলিপাড়ায় আরও এক বিচ্ছেদের খবর। অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের দাম্পত্য জীবন ভাঙনের পথে। ১৬ বছর পর ভাঙল সংসার। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ২০২৫ শেষ হওয়ার আগেই বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনলেন শ্রীনন্দা নিজেই।
নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে পার্সি যুবক গেভ সাতারাওয়ালাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে সংসার পেতেছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জল্পনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ দীপু দাস হত্যার পর ফের উত্তপ্ত বাংলাদেশ !‘Raw’-এর সঙ্গে যোগের গুজবে সংখ্যালঘু রিকশাচালকের উপর হামলা
নিজের পোস্টে শ্রীনন্দা লেখেন, “আমি আর জেভ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছি। হয়তো আপনারা অনেকেই বিষয়টি আঁচ করেছিলেন। তবে প্রকাশ্যে জানানোর আগে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল। জীবন অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তাকেই আমাদের সাদরে গ্রহণ করতে হয়।”
advertisement
advertisement
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত তাঁদের দু’জনের জন্যই শান্তির। শ্রীনন্দা লেখেন, “এই সিদ্ধান্ত আমাদের দু’জনকেই মানসিক শান্তি দিয়েছে। বিষয়টি নিয়ে অনেক কথা হবে, নানা মন্তব্য শোনা যাবে। কিন্তু আমার বা আমার মায়ের তরফে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া আশা করবেন না। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। অনলাইন ভিডিও বা কয়েক সেকেন্ডের মুহূর্ত কোনওদিনই দাম্পত্য জীবনের সম্পূর্ণ সত্য তুলে ধরে না।”
advertisement
৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’, সুমন মুখোপাধ্যায়ের ‘বসু পরিবার’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন। অপর্ণা সেনের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। উদয় শঙ্করের নাতনি শ্রীনন্দা পারিবারিক ঐতিহ্য মেনেই অভিনয় ও নৃত্যের জগতে নিজের জায়গা তৈরি করেছেন। মায়ের সঙ্গে তাঁর নাচের ভিডিও বরাবরই দর্শকদের নজর কেড়েছে।
advertisement
ডিভোর্সের ঘোষণা করলেও সোশ্যাল মিডিয়া থেকে প্রাক্তন স্বামীর সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিও মুছে ফেলেননি শ্রীনন্দা। তাঁর কথায়, সব স্মৃতি মুছে ফেলা যায় না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 10:53 PM IST








