Crime News: মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে চার বছরের ছেলেকে মাটিতে আছাড়, মৃত্যু শিশুর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রামজি বনবাসি। শনিবার রাত প্রায় মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে সে। এরপর স্ত্রীর সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ঘরে ঘুমিয়ে থাকা চার বছরের ছেলে বিকাশকে কোলে তুলে নিয়ে বারবার মাটিতে আছাড় মারে রামজি।
উত্তরপ্রদেশ: মদ্যপ অবস্থায় নিজের চার বছরের ছেলেকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের সুরিয়াওয়ান এলাকার গুয়ালি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রামজি বনবাসি। শনিবার রাত প্রায় মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে সে। এরপর স্ত্রীর সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ঘরে ঘুমিয়ে থাকা চার বছরের ছেলে বিকাশকে কোলে তুলে নিয়ে বারবার মাটিতে আছাড় মারে রামজি। ঘটনার পরই সে এলাকা থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ দীপু দাস হত্যার পর ফের উত্তপ্ত বাংলাদেশ !‘Raw’-এর সঙ্গে যোগের গুজবে সংখ্যালঘু রিকশাচালকের উপর হামলা
advertisement
advertisement
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশের, জানান সুরিয়াওয়ান থানার স্টেশন হাউস অফিসার মহম্মদ শাকিল খান।
রবিবার দুপুরে শিশুটির ঠাকুমা প্রভাবতী দেবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে এবং তাকে গ্রেফতার করে। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। পারিবারিক হিংসা ও মদের প্রভাবে ঘটে যাওয়া অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 10:23 PM IST







