এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বৈভব তিওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, ডিএসপি ট্রাফিক সন্দীপ মাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়তে হয়েছে বহু মানুষকে।
advertisement
আরও পড়ুনঃ শহরের নিরাপত্তা বাড়াতে চালু হল সিসিটিভি ক্যামেরা
বাঁকুড়া জেলার মোবাইল হারানোর অভিযোগের ভিত্তিতে সন্ধান নামের ওয়েব পোর্টালের মাধ্যমে বিভিন্ন ফোনের ডাটা সংগ্রহ করে মোবাইল ফোনের খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। মেলে সাফল্যও। কোথাও মোবাইল চুরি করা চোরকে ধরা হয় আবার কোথাও হারিয়ে যাওয়া ফোনের সন্ধান পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে। জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয় এক এক করে মোবাইল সংগ্রহের কাজ।
আরও পড়ুনঃ জয়পুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান দুই থেকে তিন মাসের মধ্যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৫০০ টি মোবাইল সংশ্লিষ্ট মোবাইলের গ্রাহক দের হাতে তুলে দেওয়া হল। এই ৫০০টি মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে অভিযোগের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে। এদিকে হারানো ফোন আবার ফিরে পেয়ে বেজায় আপ্লুত মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা। তারা ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশকে।
Joyjiban Goswami