পুলিশ সূত্রে জানা যায় বুধবারসন্ধ্যায় বনমুখা গ্রামের বাসিন্দা স্বপন পাল ও তার ছেলে অশোক পাল ছাগলের মাংসে বিষ মিশিয়ে বেশ কয়েকটি পথ কুকুরকে হত্যা করেছেন বলে সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে আপলোড করেন ফিরোজ মোল্লা নামে এক সমাজসেবী। তারপর তিনি খবর দেন কোতুলপুর থানায়। খবর পাওয়ার মাত্র দেরি না করে বনমুখা গ্রামে পৌঁছয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই এই পথ কুকুর হত্যার অভিযোগে ওই গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিষের প্রতিক্রিয়ায় অসুস্থ কুকুর গুলিকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পশু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের বাঁচিয়ে তোলার।
advertisement
আরও পড়ুন - এক-দু লক্ষ টাকা নয়, চাকরি দেওয়ার নামে ২৪ লক্ষ টাকা প্রতারণা, অভিযোগের তির শাসক দলের দিকে
একই সঙ্গে অভিযুক্ত স্বপন পাল ও তার ছেলে অশোক পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও প্রিভেনশান অফ ক্রুয়েলটি অ্যাক্ট- ১৯৬০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বিষ্ণুপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এই বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান বলেন ফিরোজ মোল্লা নামে এক সমাজসেবী কোতুলপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন - Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স
ফিরোজ মোল্লা নামে ওই সমাজসেবী বলেন বনমুখা গ্রামে প্রায় দশ থেকে বারোটি কুকুর আমরা প্রতিনিয়ত দেখতে পাই। চরম অমানবিকতার পরিচয় প্রথম এই গ্রামে পেলাম। দুই ব্যক্তি ছাগলের মাংসে বিষ মিশিয়ে পথ কুকুর হত্যা করেছেন। বেশ কিছু কুকুর এই খাবার খেয়ে এখন অসুস্থ অবস্থায় পড়ে আছে। তিনি বলেন এই ঘটনা খুব নিন্দনীয় এবং এই ঘটনার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন অভিযুক্তদের বিরূদ্ধে।
JOYJIBAN GOSWAMI






