Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স

Last Updated:

স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷

Scout Training programme will make young kid future ready
Scout Training programme will make young kid future ready
#উত্তর ২৪ পরগণা: ভবিষ্যত যাঁদের হাতে সেই কচিকাচাদের তৈরি হতে হবে সঠিক ট্রেনিং মেনে আর সেই পথে স্কাউট ট্রেনিং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ৷ স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷
অনুষ্ঠানটি হয়েছিল নাটাগড় সংঘের প্রাঙ্গনে৷ স্কাউটের ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের স্কিল তুলে ধরে৷ স্কাউট মানে অনুশাসন  ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভিতকে মজবুত করে নেওয়া পরবর্তী পর্যায়ে দেশরক্ষার দায়িত্বে থাকা সামরিক বাহিনীতে যে নীতিতে কাজ হয় সেই মূল নীতির ওপরেই আধারিত হয় স্কাউট প্রোগ্রাম৷
advertisement
advertisement
সেই স্কাউটে যাতে আরও শিশুদের আগ্রহী করে তোলা যায় তাই অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত  খুদেরা দারুণ পারফর্ম করে সকলের মন জিতে নেয়৷
এদিকে অনুষ্ঠানে স্কাউট প্রোগ্রাম ছাড়াও আয়োজন ছিল সম্বর্ধনা অনুষ্ঠানের৷ সেখানে ছিলেন হ্যাম রেডিওর কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস, সাইকেল রিক্সা নিয়ে লাদাখ যাওয়া সত্যেন দাস৷ ছিল আইএসসি পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে এলাকাকে গর্বিত করা ছাত্র আয়ুষ্মান চক্রবর্তী৷
advertisement
দেশের স্বাধীনতার বিশেষ এই বছর তাকে বিশেষ করে রাখতে অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধার নীলাব্জ দাসের এই ভাবনাকেও কুর্নিশ জানানো হয়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement