Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স

Last Updated:

স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷

Scout Training programme will make young kid future ready
Scout Training programme will make young kid future ready
#উত্তর ২৪ পরগণা: ভবিষ্যত যাঁদের হাতে সেই কচিকাচাদের তৈরি হতে হবে সঠিক ট্রেনিং মেনে আর সেই পথে স্কাউট ট্রেনিং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ৷ স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷
অনুষ্ঠানটি হয়েছিল নাটাগড় সংঘের প্রাঙ্গনে৷ স্কাউটের ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের স্কিল তুলে ধরে৷ স্কাউট মানে অনুশাসন  ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভিতকে মজবুত করে নেওয়া পরবর্তী পর্যায়ে দেশরক্ষার দায়িত্বে থাকা সামরিক বাহিনীতে যে নীতিতে কাজ হয় সেই মূল নীতির ওপরেই আধারিত হয় স্কাউট প্রোগ্রাম৷
advertisement
advertisement
সেই স্কাউটে যাতে আরও শিশুদের আগ্রহী করে তোলা যায় তাই অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত  খুদেরা দারুণ পারফর্ম করে সকলের মন জিতে নেয়৷
এদিকে অনুষ্ঠানে স্কাউট প্রোগ্রাম ছাড়াও আয়োজন ছিল সম্বর্ধনা অনুষ্ঠানের৷ সেখানে ছিলেন হ্যাম রেডিওর কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস, সাইকেল রিক্সা নিয়ে লাদাখ যাওয়া সত্যেন দাস৷ ছিল আইএসসি পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে এলাকাকে গর্বিত করা ছাত্র আয়ুষ্মান চক্রবর্তী৷
advertisement
দেশের স্বাধীনতার বিশেষ এই বছর তাকে বিশেষ করে রাখতে অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধার নীলাব্জ দাসের এই ভাবনাকেও কুর্নিশ জানানো হয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement