আরও পড়ুন: গরমে মাথায় হাত চা বাগানের, ক্ষতির মুখে সেকেন্ড ফ্লাশের উৎপাদন
বাঁকুড়ার ছাতনার ড্যাফোডিলস অ্যাকাডেমিতে এই নিয়ে একটি ডেমো ক্লাস হয়েছে। এই বিশেষ ক্লাসটি পরিচালনা করেন জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত। ২০২০ সালে লকডাউনের সময় রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আরও অনেকের সঙ্গে মিলিত হয়ে জীবন শিক্ষা পরিষদের তরফ থেকে খেলতে খেলতে অঙ্ক শেখার এই অভাবনীয় পদ্ধতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য চালু করেন।
advertisement
বাচ্চাদের গণিত ভীতিকে বলা হয় ম্যাথমফোবিয়া বা ম্যাথমেটিক্স অ্যাংজাইটি। তাই ভয় দিয়ে নয়, শিশু মনকে খেলার আনন্দ দিয়েই জয় করা যাবে বলে মনে করছেন সৌম্য সেনগুপ্ত। খেলার ছলে শেখা যে কোনও জিনিস শিশু মনে গভীর দাগ কাটে। আর সেই কারণেই বিভিন্ন সরঞ্জামের সঙ্গে বেশ প্রাণোচ্ছলে অঙ্ক শেখাচ্ছেন সৌম্য সেনগুপ্ত। তিনি জানান, একটি ছোট কেবেল চ্যানেলে করোনাকালে লকডাউন থাকাকালীন শুরু হয় খেলার ছলে অঙ্ক শেখানোর এই ক্লাস। যতদিন স্কুল বন্ধ ছিল ততদিনই আমরা এই ক্লাসগুলি করাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক আসতে থাকে। স্কুল শুরু হওয়ার পরও অনুরোধ এসেছে এই ক্লাসগুলি চালিয়ে যাওয়ার। বর্তমানে সপ্তাহে দুটি করে ক্লাস করানো হয়। জীবন শিক্ষা পরিষদের একটি ইউটিউব চ্যানেলও আছে। সেখানে এইক্লাসগুলি প্রি-রেকর্ড করে আপলোড করা হয় বলে জানান তিনি। পাশ্চাত্যের অনেক দেশে এইভাবেই ছোট ছোট ছেলে মেয়েদের অংক শেখানো হয় বলে জানা গিয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জি





