Alipurduar News: গরমে মাথায় হাত চা বাগানের, ক্ষতির মুখে সেকেন্ড ফ্লাশের উৎপাদন
- Published by:kaustav bhowmick
Last Updated:
চা গাছের ভিতরে তাপমাত্রার হেরফের বেশি হয়ে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই কারণে নতুন পাতাও হচ্ছে না।
আলিপুরদুয়ার: গোটা বাংলাজুড়েই তাপপ্রবাহ চলছে। উত্তরে হিমালয়ের পাদদেশেও বিন্দুমাত্র স্বস্তি নেই। আর তার মারাত্মক প্রভাব পড়েছে চা গাছের উপর। ফলে ক্ষতির মুখে চাষ শিল্প।
এমনিতেই প্রবল গরম ও প্রচন্ড রোদের তেজে চা পাতা তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন শ্রমিকরা। অনেকেই অসুস্থও হয়ে পড়ছেন। ছাতা থাকলেও তা ধরে কাজ করতে অসুবিধা হয়। তাই ছাতা ছাড়াই তাঁরা কাজ করছেন। কিন্তু চা শ্রমিকদের এই আত্মত্যাগ প্রকৃতির রুদ্র রোষে মাঠে মারা যাওয়ার জোগাড় হয়েছে। অত্যধিক উত্তাপ ও প্রচন্ড রোদের জন্য চা পাতা শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হয়ে যাওয়া পাতা কোনও কাজে লাগে না।
advertisement
advertisement
চাষ শিল্পের এই সঙৃকট প্রসঙ্গে আলিপুরদুয়ারের ভাতখাওয়া চা বাগানের ম্যানেজারের টি এন পান্ডে জানান, একে বৃষ্টি নেই, তার উপর সকালে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। রাতে তা আবার ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এরফলে চা গাছের ভিতরে তাপমাত্রার হেরফের বেশি হয়ে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই কারণে নতুন পাতাও হচ্ছে না। এপ্রিল মাসে সচরাচর সেচের মাধ্যমে চা গাছে জল দিতে দেখা যায় না। তবে এবার তাপমাত্রা এত বেশি থাকায় সেচের মাধ্যমে চা গাছে জল দিতে হচ্ছে। তবে এতে চা গাছ বাঁচলেও তার পাতা থেকে সেকেন্ড ফ্লাশ তৈরি করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এমন গরম চলতে থাকলে চা শ্রমিকরা আদৌ সুস্থ থাকবেন কিনা তা নিয়েও চিন্তা তৈরি হয়েছে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গরমে মাথায় হাত চা বাগানের, ক্ষতির মুখে সেকেন্ড ফ্লাশের উৎপাদন