আরও পড়ুন: এটা রাজ্যের সেরা থানা, অথচ গেলে মনে হবে পার্কে এসেছেন!
মঙ্গলবার কালচিনির গাঙ্গুটিয়া চা বাগানে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার শাল ও সেগুন গাছের লগ উদ্ধার করল বন দফতর। এদিন দুপুরে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন দফতরের পানা রেঞ্জ ও পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা গাঙ্গুটিয়া চা বাগানে অভিযান চালায়। এই অভিযানে ১৩ টি শাল গাছের লগ ও ২ টি সেগুন গাছের লগ উদ্ধার হয়। বন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, ৮০ সিএফটি কাঠ উদ্ধার হয়েছে।
advertisement
বন দফতর সূত্রে খবর, পাচারের জন্য এই কাঠগুলো জড়ো করা হয়েছিল। বিহার, ঝাড়খণ্ডে এগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেই জানতে পেরেছেন বনকর্তারা। এদিকে বিপুল মূল্যের কাঠ উদ্ধার হলেও পাচারকারীদের ধরা যায়নি। এই সময় পাচারকারীদের তৎপরতা বাড়ে জঙ্গল এলাকায়। তাদের ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনন্যা দে