Best Police Station: এটা রাজ্যের সেরা থানা, অথচ গেলে মনে হবে পার্কে এসেছেন!

Last Updated:

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা পশ্চিমবঙ্গের সেরা থানার স্বীকৃতি পেয়েছে

+
title=

দক্ষিণ দিনাজপুর: জলের ফোয়ারা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার, উইমেন হেল্প ডেস্ক, আই লাভ বালুরঘাট সৌন্দর্যায়নের সঙ্গে মনোরঞ্জনের ব্যবস্থা। শুনে হয়তো ভাবছেন এটা কোনও পার্কের কথা বলা হচ্ছে। কিন্তু না, এটা পার্ক নয়। বালুরঘাট থানাকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। পুলিশের প্রতি সাধারণ মানুষদের আস্থা বাড়ানো পাশাপাশি থানাকে ঘীরে মানুষের মনে যে ভয়ের পরিবেশ থাকে তা দূর করতেই এমন উদ্যোগ।
বালুরঘাট হাসপাতালের পর এবারে বালুরঘাট থানার মুকুটে সাফল্যের নতুন পালক। রাজ্যের সেরা হাসপাতালের পর রাজ্যের সেরা থানার শিরোপাও ছিনিয়ে নিল বালুরঘাট। মাস খানেক আগেই এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত ১৮ জুলাই বালুরঘাট থানার অফিসারদের হাতে ওই পুরস্কার তুলে দেন পুলিশ কর্তা কে.জয়রামন।
advertisement
advertisement
গত কয়েক বছরে বালুরঘাট থানায় বাহ্যিক ও অভ্যন্তরীণ আমূল পরিবর্তন ঘটেছে।ব্রিটিশ আমলে তৈরি বালুরঘাট থানা বহু ইতিহাস ও আন্দোলনের সাক্ষী। সেই পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝাঁ চকচকে ভবনে থানা তুলে আনা হয়। কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকত প্রবেশ পথ। থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই যেন একটা ভীতি কাজ করত। সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেওয়া হয়। আর তাতেই এল এমন সাফল্য।
advertisement
একেবারে আমূল বদলে গিয়েছে থানা চত্বর। সেখানে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। সেনে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা আছে। পার্কের দেওয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের জনপ্রিয় সব কার্টুন চরিত্র।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার দাবি, বালুরঘাট থানার ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা জানিয়েছেন সেখানকার পুলিশ কর্তারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Best Police Station: এটা রাজ্যের সেরা থানা, অথচ গেলে মনে হবে পার্কে এসেছেন!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement