TRENDING:

Durga Puja 2023: পুজোয় আলিপুরদুয়ার যাবেন? কোথায় ঘুরবেন, থাকবেন, গাইড বুক প্রকাশ করল জেলা প্রশাসন

Last Updated:

আলিপুরদুয়ারে বেড়াতে যাচ্ছেন। জানেন শুধু হাতেগোনা কয়েকটি পর্যটনস্থলের নাম। জেলার পর্যটন নিয়ে বিস্তারিত জানতে চাইছেন, সাহায‍্য করবে জেলা প্রশাসনের 'আলিপুরদুয়ার' বইটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে বেড়াতে যাচ্ছেন। জানেন শুধু হাতেগোনা কয়েকটি পর্যটনস্থলের নাম। জেলার পর্যটন নিয়ে বিস্তারিত জানতে চাইছেন, সাহায‍্য করবে জেলা প্রশাসনের ‘আলিপুরদুয়ার’ বইটি।
advertisement

প্রাকৃতিক বৈচিত্রে ভরপুর আলিপুরদুয়ার জেলা। আন্তর্জাতিক ভুটান সীমান্ত, অসম সীমান্ত রয়েছে এই এলাকায়। জঙ্গল,নদী,পাহাড়, চা বাগানে ঘেরা এই জেলা। আলিপুরদুয়ারের পর্যটনকে জনসমক্ষে তুলে ধরতে আলিপুরদুয়ার জেলা প্রশাসন নিয়েছে নতুন উদ‍্যোগ, পর্যটন গাইড বুক।

আরও পড়ুন: ধরা পড়ল লেপার্ড! অবশেষে স্বস্তি মিলল জটেশ্বরের বাসিন্দাদের

আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে এই পর্যটন গাইড বুকের উন্মোচন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। এই বইটি রাজ‍্যের বাইরে অন‍্যান‍্য রাজ‍্যের  সরকারি দফতরগুলিতেও পাঠানো হবে। এই রাজ‍্যের হোটেল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, বুকস্টোরে মিলবে বইটি।ট‍্যুর অপারেটরদের দেওয়া হবে বইটি। বিশেষ করে ভিন রাজ‍্য ও বিদেশি পর্যটকরা যাতে অসুবিধায় না পড়ে তার জন‍্য বইটি প্রকাশিত করা হয়েছে।ইংরেজিতে লেখা হয়েছে বইটি।

advertisement

আরও পড়ুন: শিক্ষক দিবসের এ কেমন উপহার! থেকে ‌যাবে আজীবন

এই বিষয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, “এই গাইড বুকে জেলার সমস্ত পর্যটন কেন্দ্রের বিষয়ে যাবতীয় তথ‍্য থাকবে। পর্যটকরা আলিপুরদুয়ার জেলায় কোথায় কোথায় যেতে পারবেন, কোথায় থাকতে পারবেন, সমস্ত কিছু বিষয়ে তথ‍্য বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে।”

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: পুজোয় আলিপুরদুয়ার যাবেন? কোথায় ঘুরবেন, থাকবেন, গাইড বুক প্রকাশ করল জেলা প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল