Alipurduar News: ধরা পড়ল লেপার্ড! অবশেষে স্বস্তি মিলল জটেশ্বরের বাসিন্দাদের

Last Updated:

অবশেষে খাঁচাবন্দি হল লেপার্ড।একটু হলেও স্বস্তি পেলেন জটেশ্বর এলাকার বাসিন্দারা।

+
title=

আলিপুরদুয়ার: অবশেষে খাঁচাবন্দি হল লেপার্ড। একটু হলেও স্বস্তি পেলেন জটেশ্বর এলাকার বাসিন্দারা। গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকায় বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় পূর্ণবয়স্ক লেপার্ডটি।
জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় গত তিন সপ্তাহ ধরে লেপার্ডের উপদ্রব বেড়ে ছিল। অধিকাংশ স্থানীয় বাসিন্দা সচক্ষে দেখেছেন বাড়ির উঠোনে লেপার্ড। প্রথম এক বৃদ্ধাকে নৃশংসভাবে মেরে ফেলে লেপার্ড। এরপর চলে বাড়ির পোষ‍্যদের ওপর আক্রমণ। এরপর এলাকার শিশুদের ওপর হামলা চালায় লেপার্ডটি।
advertisement
advertisement
নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বাসিন্দারা। তারা বনদফতরের কাছে খাঁচা বসানর দাবি জানান। তাদের দাবি মেনে এলাকায় খাঁচা পাতে বন দফতরের মাদারিহাট রেঞ্জ। টোপ দেওয়া হয় ছাগলের। খাবারের টানে খাঁচায় ঢুকে পড়ে লেপার্ডটি।
এরপরেই আটকে পড়ে সেটি। গর্জন করতে শুরু করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া লেপার্ডটিকে জলদাপাড়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকায় আরও লেপার্ড রয়েছে বলে অনুমান বনকর্মীদের।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ধরা পড়ল লেপার্ড! অবশেষে স্বস্তি মিলল জটেশ্বরের বাসিন্দাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement