হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার বাসিন্দা রতনি ওরাঁও-এর শোবার ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর। অল্পের জন্য প্রাণে বেঁচে যান রতনি ও তার মেয়ে প্রেমিলা ওঁরাও। তবে ঘরে মজুত রাখা ধান ও আটা খেয়ে সাবাড় করেছে হাতিটি।
আরও পড়ুন ঃ প্লাস্টিক টাঙিয়ে থাকতেন অসহায় দুই মহিলা, নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর করে দিলেন কালচিনির বিধায়ক
advertisement
নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। বনকর্মীরা এসে ঘটনাস্থলটি পরিদর্শন করে গিয়েছেন। তবে রতনি ওরাঁও-এর অভিযোগ, বনকর্মীরা এলেন কিন্তু কোনও ক্ষতিপূরণের আশ্বাস দিলেন না।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2023 7:42 PM IST






