Alipurduar News: প্লাস্টিক টাঙিয়ে থাকতেন অসহায় দুই মহিলা, নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর করে দিলেন কালচিনির বিধায়ক
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Alipurduar News: আবাস যোজনার তালিকায় নাম নেই।চারপাশে প্লাস্টিক টাঙিয়ে দিন যাপন করছিলেন দুই মহিলা।তাদের ঘর তৈরি করে দিলেন বিধায়ক বিশাল লামা।
আলিপুরদুয়ার: আবাস যোজনার তালিকায় নাম নেই। চারপাশে প্লাস্টিক টাঙিয়ে দিন যাপন করছিলেন দুই মহিলা।তাদের ঘর তৈরি করে দিলেন বিধায়ক বিশাল লামা। গৃহহীন দুই অসহায় পরিবারকে নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর তৈরি করে দিয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের বাসিন্দা সুজিতা মাহালি ও জুলি দর্জী। দু’জনের ঘরের অবস্থা ছিল শোচনীয়।ঘরে বসার জায়গাও ছিল না।এই দুই মহিলা তাদের পরিবার নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করত। ঘর বললে ভুল হবে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করত। এত দুরবস্থা সত্বেও, আশ্চর্যের বিষয় প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে তালিকায় তাদের নাম নেই ।
advertisement
advertisement
আরও পড়ুন-এ যেন মৃত্যু যন্ত্রণা! সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছিল আমি মরেই যাব, হঠাৎ কী হল তানজিন তিশার?
কালচিনি বিধায়ক বিশাল লামা এই এলাকায় পরিদর্শনে আসলে এলাকার বাসিন্দারা ও এই দুই পরিবারের সদস্যরা বিধায়কের কাছে আবেদন করেন একটি ঘরের। বিধায়ক আশ্বাস দিয়েছিলেন ঘর তৈরি করে দেবেন। বিধায়ক বিশাল লামা নিজের বেতনের টাকা দিয়ে তিন মাসের মধ্যে এই দুই পরিবারকে পাকা ঘর তৈরি করে দেন পাকা ঘর পেয়ে খুশি সুজিতা মাহালি ও জুলি দর্জী।পুজো করে ঘরে প্রবেশ করেছেন তারা।বিধায়ক বিশাল লামা এসেছিলেন।তিনিও দেখেন ঘরগুলি।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্লাস্টিক টাঙিয়ে থাকতেন অসহায় দুই মহিলা, নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর করে দিলেন কালচিনির বিধায়ক









